শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
30 C
Dhaka

বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটর স্মার্ট টেকনোলোজিসের শো-রুম উদ্বোধন করেন শিল্প মন্ত্রী

টেকভিশন২৪ প্রতিবেদক: জহির স্মার্ট টাওয়ার, আগারগাঁও -এ বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্টিবিউটর স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিঃ -এর সনি-স্মার্ট ফ্ল্যাগশীপ শো-রুম গতকাল উদ্বোধন করা হয়।

- Advertisement -

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এম.পি. উদ্বোধন করেন । বাংলাদেশের বাজারে আসল সনি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে এগিয়ে আসার জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড -কে তিনি আন্তরিক অভিনন্দন জানান।

শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ইতিমধ্যেই বাংলাদেশের আইটি বাজারে অগ্রগামী হয়ে উঠেছে এবং স্পষ্টতই তারা প্রকৃত সেবা, সঠিক মূল্যে ও আসল পণ্যের শক্তিশালী ব্যবসায়িক ধারাবহিকতায় কনজিউমার ইলেকট্রনিক্স বাজারেও একই রকম ভূমিকা রাখবে। তিনি বিশ্বাস করেন যে, জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ -এর সেবার উপর বিশ্বাস করে, আস্থা রেখে এবং বিপণন ও প্রতিশ্রুতিতে নির্ভর করে।

অনুষ্ঠানে সনি সাউথ-ইস্ট এশিয়া’র প্রেসিডেন্ট, মি: আতসুশি এন্দো বলেন – ২০ বছরেরও বেশি সময় ধরে, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ব্যবসার অগ্রযাত্রায় গতি, উন্নয়ন ও সম্প্রসারণে এই প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে পেরে সনি সৌভাগ্যবান বোধ করছে। সেই ধারাকে মাথায় রেখে, আমি নিশ্চিত যে স্মার্ট জাহির টাওয়ারের এই নতুন ফ্ল্যাগশিপ শো-রুমটি বাংলাদেশে ডিজিটাল বিভাজন বন্ধ করতে সাহায্য করবে এবং কনজিউমার ইলেকট্রনিক্স -কেও একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাবে।

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ -এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউশন, স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড তাদের দৃঢ় ব্যবসায়িক নীতির সাথে আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দেবে। দেশের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল/ রিফারবিশ্ড পণ্য ক্রয় সনি ব্র্যান্ড লাভারদের জন্য একদমই নিরাপদ ও নির্ভরযোগ্য নয়। স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড কর্তৃক সরবরাহকৃত আসল পণ্য, সঠিক মূল্য ও প্রকৃত সেবা গ্রহণের মাধ্যমে ক্রেতারা সহজেই বাজারে অস্বাভাবিক ছাড়ের অফার সহ নকল/ রিফারবিশ্ড পণ্য বিক্রেতাদের সনাক্ত করতে এবং তুলনা করতে পারবেন। স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড সর্বদা আসল পণ্য, সঠিক মূল্য ও সেবার মাধ্যমে দেশে ৮৫ টিরও বেশি গ্লোবাল ব্র্যান্ডের বাজারজাতকরনে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং সনি ক্রেতাদের ক্ষেত্রেও একই ভাবে আস্থা অর্জনে সক্ষম হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি ইন্টারন্যাশনাল লিঃ -এর বাংলাদেশ শাখার এবং স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ -এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেল -এর সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সপ্তাহের জনপ্রিয়

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

সর্বশেষ

সাংবাদিকতায় এআই ব্যবহারে টিএমজিবির সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার নিয়ে...

নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বেসিস প্রশাসক

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার বেসিস অডিটোরিয়ামে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস...

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

দেশে প্রথমবারের মতো ইডটকোর এফআরপি টাওয়ার স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ প্রথমবারের মতো...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img