সিত্রাংয়ে সাড়ে ৪ হাজার মোবাইল টাওয়ার অচল

টেকভিশন২৪ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে সাড়ে চার হাজার মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। দেশের দক্ষিণাঞ্চলের সমুদ্র উপকূলবর্তী এলাকায় মোবাইল নেটওয়ার্কের মারাত্মক বিঘ্ন ঘটে। এতে ভয়েস এবং ইন্টারনেট বিঘ্নিত হয়।

আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ২৪ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ হাজার ৫৬৩ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। যার মধ্যে সচল করা সম্ভব হয়েছে ৬৮৪টি।

দেশের শীর্ষ বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মোবাইল টাওয়ার অচল হয়েছে ১ হাজার ৬৮৩টি, পুনরায় সচল করা সম্ভব হয়েছে ৫৪৩টি। রবির রবির ১হাজার ৩৬৭টির মধ্যে ৮০টি, বাংলালিংকের ১ হাজার ৭৫টির মধ্যে মাত্র ২টি এবং টেলিটকের ৪৩৮টির মধ্যে ৬৮টি সচল করা সম্ভব হয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন