লার্নিং টু আর্নিং প্রশিক্ষন চালু করতে যাচ্ছে রেডিয়ান্ট গ্রুপ পরিচালিত জাহেদী ফাউন্ডেশন

লার্নিং টু আরনিং প্রশিক্ষন চালু করতে যাচ্ছে রেডিয়ান্ট গ্রুপ পরিচালিত জাহেদী ফাউন্ডেশন
লার্নিং টু আরনিং প্রশিক্ষন চালু করতে যাচ্ছে রেডিয়ান্ট গ্রুপ পরিচালিত জাহেদী ফাউন্ডেশন

টেকভিশন২৪ ডেস্ক : দক্ষ তরুন প্রজন্ম গড়ে তোলার জন্য লার্নিং টু আরনিং প্রশিক্ষন চালু করতে যাচ্ছে রেডিয়ান্ট গ্রুপ পরিচালিত জাহেদী ফাউন্ডেশন। এতে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বিএফডিএস ।

গত ১২ সেপ্টেম্ববর রেডিয়ান্ট ফার্মাসিটিক্যাল এর প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিএফডিএস ও জাহেদী ফাউন্ডেশন এর মাঝে একটি সমঝেতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলো  বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বিএফডিএস এর  চেয়্যারম্যান ডাঃ তানজিবার রহমান এবং রেডিয়ান গ্রুপের এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মোস্তাফা কামাল রুশো (অব:) বিএফডিএস এর সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিত্যিক সংগঠক, জসিম উদ্দিন জয়, বিএফডিএস এর সহ-সাধারন সম্পাদক হুসনুল বারী, বিএফডিএস চট্টগ্রাম এর সভাপতি মিনহাজুল আসিফ সহ প্রমুহ।

উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে রেডিয়ান্ট গ্রুপ পরিচালিত জাহেদী ফাউন্ডেশ এর ব্যাবস্থাপনায়  ঝিনাইদহে  থেকে যাত্র শরু হতে যাচ্ছে  তরুন প্রজন্মকে দক্ষ মানব সম্পদে গড়ে তোলার জন্য  লানিং টু আনিং এডুকেশন প্রকল্প । এতে দক্ষ ট্রেইনার ও কারিকুলারম সহ সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বিএফডিএস।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন