শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:০০ অপরাহ্ণ
32 C
Dhaka

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করছে ক্লাসটিউন

টেকভিশন২৪ ডেস্ক: মানুষ তথা জাতি গড়ার কারিগর শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছরের ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এবছর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করছে দেশের শীর্ষ লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ‘ক্লাসটিউন’। এ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী নানা আয়োজনের মাধ্যমে ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডারস’ শীর্ষক কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটি।

- Advertisement -

বিশ্ব শিক্ষক দিবসে সীমাবদ্ধ সক্ষমতার মধ্যে দেশের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার হস্তান্তরের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করে ক্লাসটিউন। পাশাপাশি শিক্ষকতার মতো মহান ব্রত পালনের অবদানকে স্মরণ করে ফুলেল শুভেচ্ছায় শিক্ষকদেরকে অভিনন্দন জানানো হয়। এর আগে অনলাইনে প্রিয় শিক্ষকদের গল্প আহ্বান করে ক্লাসটিউন। সেখান থেকে নির্বাচিত সেরা গল্পের শিক্ষকদেরও এই সম্মাননা জানানো হয়। আকষ্মিক এই শুভেচ্ছায় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরাও তাদের শিক্ষকতা জীবনের স্মৃতি রোমন্থন করেন এবং ক্লাসটিউনকে এই সুন্দর আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানান।

এছাড়া আয়োজনের অংশ হিসেবে দেশের বিভিন্ন পেশায় স্বমহিমায় প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ তাদের শিক্ষকদের স্মৃতিচারন করে ভিডিও বার্তা প্রদান করেছেন। সাবেক তত্বাবধায়ক সরকারের শিল্প উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া, এসবিকে টেক ভেঞ্চারস এবং এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির ও কর্পোরেট আইকন ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা তাদের ব্যক্তি ও কর্মজীবনে প্রিয় শিক্ষকদের ভূমিকা তুলে ধরেছেন। অক্টোবর মাসজুড়ে ক্লাসটিউনের ফেসবুক পেজে (https://www.facebook.com/classtune) এসব ভিডিও প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যেই ভিডিওগুলো সমাজের সকল স্তরের মানুষের কাছে সাদরে গৃহীত হয়েছে।

‘স্যালুটিং দ্য নেশন বিল্ডারস’ সম্পর্কে ক্লাসটিউন ও চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ বলেন, ভবিষ্যতের জাতির পতাকা বহনকারী এবং নেতৃবৃন্দের অগ্রযাত্রার মূল ভিত্তি রচিত হয়েছে আমাদের দেশের মাটিতে, লালিত হয়েছে ও পরিপক্কতা পেয়েছে দেশের শিক্ষকদের ভালোবাসা, পরম যত্ন এবং দিকনির্দেশনার মাধ্যমে। একটি মানুষের জীবনের সকল ক্ষেত্রে এবং পথচলায় শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য, যদিও সময়ের পরিক্রমায় তাদের নিরন্তর অবদান খুবই কম স্বীকৃতি পায়। তাই এবছর, বিশ্ব শিক্ষক দিবসে আমাদের দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সম্মানিত শিক্ষকদের নিরলস পরিশ্রমকে স্বীকৃতি দিতে এবং জাতির কারিগর হিসেবে তাঁদেরকে বিনম্র শ্রদ্ধা জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আমাদের সীমাবদ্ধ সক্ষমতার মধ্যে চেষ্টা করেছি সম্মানিত শিক্ষকদের অবদানকে কিছুটা হলেও স্বীকৃতি দিতে। আগামীতে এই ধরণের আয়োজনের ধারাবাহিকতা রাখার চেষ্টা করবো।

উল্লেখ্য, দেশের প্রথম ই-লার্নিং প্ল্যাটফর্ম চ্যাম্পসটোয়েন্টিওয়ান ডটকম এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ক্লাসটিউন এক দশকেরও বেশি সময় ধরে দেশের শিক্ষাখাতের ডিজিটালাইজেশন ও উন্নয়নে কাজ করে যাচ্ছে। বানান শিক্ষার প্রতিযোগিতা ‘স্পেলিং বি’, শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে ‘সায়েন্স রক’, শিক্ষকদের অবদানকে স্বীকৃতি দিতে ‘স্যালুট দ্য নেশন বিল্ডারস’, সাইবার নিরাপত্তা বিষয়ক ‘বি স্মার্ট ইউজ হার্ট’ ক্যাম্পেইনসহ নানা আয়োজন পালন করে আসছে। এছাড়া দেশের বেশকিছু শীর্ষস্থানীয় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষা কার্যক্রম পরিচালনা হচ্ছে ক্লাসটিউন প্ল্যাটফর্মের মাধ্যমে।

বিস্তারিত https://classtune.com/ ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

সর্বশেষ

সাংবাদিকতায় এআই ব্যবহারে টিএমজিবির সেমিনার অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর ব্যবহার নিয়ে...

নাসার বাংলাদেশ পর্ব বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন বেসিস প্রশাসক

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার বেসিস অডিটোরিয়ামে নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস...

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

দেশে প্রথমবারের মতো ইডটকোর এফআরপি টাওয়ার স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ প্রথমবারের মতো...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img