শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:৩১ পূর্বাহ্ণ
27 C
Dhaka

প্রতিদিন সুডোকু: শিশুর স্ক্রিন আসক্তি কমাতে বইমেলায় সুডোকুর বই

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৩ সালের এক গবেষণায় জানা যায় বিশ্বের প্রায় ১৩.১ শতাংশ মানুষের স্ক্রিন আসক্তি আছে। যার মধ্যে ১৩ থেকে ২৫ বছরের ব্যক্তিদের হার ২৩.২ শতাংশ। প্রযুক্তির অগ্রগতির কারণে শিশুদের স্ক্রিন ব্যবহার বাড়ছে। স্ক্রিন ব্যবহারের কারণে আসক্তির শঙ্কা তৈরি হচ্ছে। স্প্রিংগার নেচারে প্রকাশিত ২০২৪ সালের আরেকটি গবেষণায় ধারণা করা হয়, ৬৫ শতাংশ কিশোর-কিশোরী মুঠোফোনে আসক্ত, যাদের ৯ শতাংশ মারাত্মকভাবে আসক্ত। শিশুদের স্ক্রিন আসক্তি কমাতে বিভিন্ন ধরণের পাজল মেলোনার পরামর্শ দেন মনোবিদেরা। সেই প্রেক্ষিতে বাংলাদেশের শিশুদের স্ক্রিন আসক্তি কমাতে বইমেলায় সুডোকুর উপরে ‘প্রতিদিন সুডোকু ১’ নামের একটি বই প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জনস্বাস্থ্য বিষয়ক প্রফেশনাল ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের গবেষক জাহিদ হোসাইন খান সুডোকুর উপরে বইটি লিখেছেন। লেখক জানান, শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ। শারিরীক ও মানসিক বিকাশের জন্য মাঠের খেলাধুলার পাশাপাশি মস্তিষ্কের ব্যায়াম গুরুত্বপূর্ণ। হাজার বছর আগে ভারতবর্ষে দাবার চল শুরু হয়। ১৯২০-র দশকে আমেরিকায় শব্দজট খেলার চল শুরু হয়। ১৯৮০-র দশক থেকে সারা বিশ্বে সুডোকুর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। বাংলাদেশেও ২০০০ সালের পর থেকে সুডোকুর জনপ্রিয়তা দেখা যায়। বিভিন্ন পত্রিকার পাতায় সুডোকু প্রতিদিন প্রকাশিত হচ্ছে। সুডোকু নিয়ে বিশ্বচ্যাম্পিয়ানশিপেও বাংলাদেশ কয়েকবার অংশ নিয়েছে। বাংলাভাষায় সুডোকু সমাধানের নানান কৌশল ও বিশ্লেষণাত্মক উপায় নিয়ে প্রতিদিন সুডোকু ১ বইটি বিন্যাস করা হয়েছে। শিশুদের স্ক্রিন আসক্তি থেকে সরিয়ে আনতে অভিভাবকদের হাতে বইটি তুলে দেয়া হয়েছে।

চার বছরের সন্তানের অভিভাবক থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক নাদিম রেজা বলেন, আমার সন্তানের স্ক্রিন আসক্তি আছে। সুডোকুর সঙ্গে তার প্রথম পরিচয় দেখে আমি অবাক হয়েছি। সুডোকু মেলাতে না পারলেও অনেকটা সময় নিয়ে কোন ব্লকে কোন সংখ্যা বসবে তা নিয়ে মাথা খাটাতে দেখা যায়। যে শিশুকে স্ক্রিন থেকে দূরে রাখা যায় না, তাকে সুডোকু মেলানোর আগ্রহ দেখে আমি অভিভাবক হিসেবে অবাক হয়েছি। যুক্তরাষ্ট্র ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির পিএইচডি গবেষক ড. নাদিম চৌধুরী বলেন, সুডোকুর ক্ষেত্রে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সুডোকু নামের ধাঁধার গ্রিড মনকে অচল করে দেয়, যেন মস্তিষ্কের সব ক্ষমতাকে একটি ৯×৯ বর্গাকার জালের মধ্যে আটকে রাখে। সেখানে ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা দিয়ে সাবধানে পূরণ করতে হবে, নির্দিষ্ট সব নিয়ম মেনে। এই আবদ্ধতা আমাদের আচ্ছন্ন করে ফেলে। আন্তর্জাতিকভাবে সুডোকুর জনপ্রিয়তা অনেক। সেই প্রেক্ষিতে সবাই সুডোকু চর্চা করতে পারেন। অনলাইন বইয়ের দোকান রকমারিডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সোহাগ বলেন, আমাদের সবার প্রিয় জাতীয় অধ্যাপক ডা. জামিলুর রেজা চৌধুরী স্যার প্রতিদিন সুডোকু মেলাতেন।

শিক্ষার্থী যারা মনোযোগসংক্রান্ত সমস্যা বোধ করে সুডোকু তাদের জন্য নিয়মিত চর্চার একটি বিষয় হতে পারে। প্রতিদিন সুডোকু ১ বইটি স্বপ্ন ৭১ প্রকাশন থেকে ২০২৪ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। ২৫ শতাংশ ছাড়ে বইটি অনলাইন বইয়ের দোকান প্রথমায় পাওয়া যাচ্ছে: https://www.prothoma.com/product/46229/protidin-suduku-1

এই সপ্তাহের জনপ্রিয়

স্টারটেকের নতুন শোরুম এলিফ্যান্ট রোড মিনিতা প্লাজায়

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং...

দেশে অলরাউন্ড পারফরম্যান্সের ‘অপো এ৫ প্রো’ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ‘অপো’ রাজধানী ঢাকায়...

জাইঝেল-এর পরিবেশক এখন ষ্টার টেক

টেকভিশন২৪ ডেস্ক: তাইওয়ানের বিশ্ববিখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘Zyxel’ এর পরিবেশক...

সর্বশেষ

নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান ইউআইএফ’র

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি ইন্ডাস্ট্রির উন্নয়নে নির্বাচিত সরকারের সঙ্গে সবাইকে...

১৮ মার্চ বাংলাদেশে আসছে অনার এক্স৯সি স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: অবশেষে দেশের বাজারে বৈশ্বিকভাবে সাড়া ফেলে দেয়া...

সাপ্লাই চেইন পার্টনারদের সম্মাননা জানালো বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান...

ন্যাশনাল ডেটা অথরিটি তৈরি হলে কর্মসংস্থানের সৃষ্টি হবে: ফয়েজ আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: এনআইডি সেবা উন্নত করতে বর্হিবিশ্বের মতো স্বতন্ত্র...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img