হাসপাতালেও বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

হাসপাতালেও বাড়ছে সাইবার হামলার ঝুঁকি
হাসপাতালেও বাড়ছে সাইবার হামলার ঝুঁকি

টেকভিশন২৪ ডেস্ক: সব স্তরে ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে সাইবার হামলার ঝুঁকিও। এমনকি বাদ যাচ্ছে না স্বাস্থ্যসেবা খাত পার্যন্ত। বিশেষ করে আমেরিকায় হাসপাতালগুলোতে সাইবার হামলার ঝুঁকি বাড়ছে। এ জন্য সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইউএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হাসপাতালের বিভিন্ন কার্যক্রমের মধ্যে রোগীর সেবা, মেডিকেল রেকর্ড, ডায়াগনস্টিকসসহ বিভিন্ন খাতে প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেট সংযোগ থাকার কারণে সাইবার হামলার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বিভিন্ন হাসপাতাল।

আমেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশনের সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার জন রিগি জানান, ইন্টারনেট নির্ভর প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে হাসপাতালগুলোয় বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি বেড়েছে। হাসপাতালের নেটওয়ার্কগুলোয় হ্যাকারদের অনুপ্রবেশের সুযোগও বেড়েছে। ফলে অপরাধীরা প্রায়ই গুরুত্বপূর্ণ সিস্টেমকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ডেটা এনক্রিপ্ট করে ফেলে। পরবর্তী সময়ে ডেটা পুনরুদ্ধারের বিনিময়ে অর্থ দাবি করছে।

সম্প্রতি সাইবার র‍্যানসমওয়্যার হামলায় বেশকিছু হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর কিছু হাসপাতাল তাদের জরুরি পরিষেবা বন্ধ, অস্ত্রোপচার ও অ্যাপয়েন্টমেন্ট স্থগিত এবং রোগীদের সরিয়ে নিতে বাধ্য হয়। পাশাপাশি কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক পুরোপুরি বন্ধ হয়ে যায়।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, হাসপাতালে র‍্যানসমওয়্যার হামলার হার সম্প্রতি বেড়েছে। গত বছর স্বাস্থ্যসেবা খাতে ৪৬টি সাইবার হামলার ঘটনা ঘটেছে। যেখানে আগের বছর ২৫টি হামলা হয়েছিল। এ সময়ে হ্যাকারদের মুক্তিপণের দাবিও বেড়েছে। ২০১৮ সালে ৫ হাজার ডলার মুক্তিপণ থেকে বর্তমানে প্রায় ১৫ লাখ ডলারের বেশি অর্থ দাবি করা হচ্ছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন