টেলিটকের এক মাসে ৩ লাখ নতুন সংযোগ

সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকে এক মাসে বেশ বড় সংখ্যায় সংযোগ বেড়েছে।

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বেসরকারি অপারেটরগুলোর সংযোগ যেখানে কোটিতে কোটিতে সেখানে সরকারি অপারেটর টেলিটকের সংযোগ যাও অর্ধকোটির নিচে তাও যেন বাড়তেই চায় না।

যদি বাড়েও সেটাও বেশিরভাগ সময়ে হাজারের মধ্যে আটকে থাকে। লাখের হিসেবে সংযোগ কালেভদ্রে বাড়লেও এবার মাত্র এক মাসে প্রায় ৩ লাখ সংযোগ বেড়েছে টেলিটকের।

বিটিআরসির সর্বশেষ হিসেবে ২০২০ সালের ডিসেম্বর মাসে ২ লাখ ৯৬ হাজার সংযোগ বেড়েছে অপারেটরটির।

অবশ্য এর আগের দু’মাস ধরে কয়েক হাজার করে সংযোগ বাড়ছিলো টেলিটকের। তবে তারা আগে কয়েকমাস সংযোগ টানা কমছিলো।

২০২০ সালের ডিসেম্বরে টেলিটকের সংযোগ ৪৯ লাখ ২৭ হাজার, নভেম্বরে যা ছিলো ৪৬ লাখ ৩১ হাজার, অক্টোবরে ৪৬ লাখ ১৮ হাজার, সেপ্টেম্বরে ৪৬ লাখ ১২ হাজার, আগস্টে ৪৬ লাখ ৫৫ হাজার, জুলাইয়ে ৪৬ লাখ ৮১ হাজার ও জুনে ছিল ৪৭ লাখ ৫৭ হাজার সংযোগ। টেক শহর অবলম্বনে। ‌

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন