কৃত্রিম আলোতে চার্জ হবে আডিডাসের হেডফোন

আডিডাসের হেডফোন

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী বিশ্বনন্দিত জার্মান প্রতিষ্ঠান আডিডাস সোলার হেডফোন বাজারে এনেছে। জাউন্ড ইন্ডাস্ট্রিজের সাথে যৌথভাবে এই ডিভাইসটি তৈরি করা হয়েছে। হেডফোনটির মডেল আরপিটি-০২ ওএস। অন্যান্য প্রতিষ্ঠানের হেডফোন থেকে সম্পূর্ণ আলাদা ফিচার রয়েছে এতে। বিদ্যুৎ বাদেও প্রাকৃতিক কিংবা কৃত্রিম আলোতেও চার্জ করা যাবে আডিডাসের এই হেডফোনটি।

আডিডাস একই সিরিজের আরপিটি-০১ ওএস হেডফোন বাজারে এনেছিল। যা প্রযুক্তিপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি অপাডেট ফিচারসহ নতুন হেডফোন নিয়ে এসেছে। হেডফোনটির ব্যাকআপ নিয়েও চিন্তার কিছু নেই, এটি একবার চার্জে ৮০ ঘন্টা পর্যন্ত টানা সচল থাকবে।

খারাপ আবহাওয়ায় রৌদ না থাকলেও সোলার হেডফোনটি ব্যবহার অনুপযোগী হবে না, কারণ ডিভাইসটি রাতের ঘরের কৃত্রিম আলোতেও চার্জ হবে। যদি সেটাও করা সম্ভব না হয় তাহলে ইউএসবি -সি পোর্টের মাধ্যমে চার্জ দেয়া যাবে। হেডফোনটি তৈরি হয়েছে রিসাইকেল প্ল্যাস্টিক ও নাইলন থেকে, যা গ্রাহকদের বাড়তি আকর্ষণ তৈরি করবে।

উল্লেখ্য, স্পোর্টস সু, খেলোয়াড়দের পোশাক এবং নানা ক্রীড়া সামগ্রী তৈরিতে বিশ্বের প্রথম বৃহত্তম কোম্পানী আডিডাস। প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছিল ১৯৪৯ সালে। এতোদিন খেলাধুলার সামগ্রী প্রস্তুত করলেও বেশ কিছু দিন যাবত অন্যান্য পণ্য তৈরিতে মনোযোগী হচ্ছে প্রতিষ্ঠানটি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন