নতুন স্মার্ট টিভি আনল শাওমি

শাওমি

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মূলত স্মার্টফোনের জন্যই গ্রাহকদের কাছে এ প্রতিষ্ঠানের খ্যাতি রয়েছে। পাশাপাশি শাওমি সব ধরনের প্রযুক্তি পণ্য নির্মাণ করে থাকে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের জন্য বাজারে উন্মোচন করেছে ৩২ ইঞ্চি ডিসপ্লের স্মার্ট টিভি। মডেলের নাম স্মার্ট টিভি ৫এ।

শাওমি ৫এ স্মার্ট টিভিতে রয়েছে একটি ৩২ ইঞ্চির এইচডি ডিসপ্লে। থাকছে ফুল ৪কে রেজোলিউশন। রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেট। রয়েছে ১৭৮ ডিগ্রি ভিউয়িং অ্যাঙ্গেল।

রয়েছে ১.৫ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন বিল্ট স্টোরেজ। পারফর্মেন্সের জন্য থাকছে কোয়াড-কোর কর্টেক্স এ৫৫ সিপিউ চিপসেট। এছাড়াও রয়েছে দুটো স্পিকার যার সাহায্যে মোট ২৪ ওয়াটের অডিও আউটপুট পাওয়া যায়। স্মার্ট ডিভাইসটিতে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটিই সাপোর্ট করে থাকে।

ওয়াই-ফাইয়ের পাশাপাশি ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ডিভাইসটি নিয়ন্ত্রণের সুযোগ থাকছে। গুগল প্লে স্টোরের সাপোর্টও রয়েছে এই স্মার্ট টিভিতে। শাওমির নিজস্ব ভিভিড পিকচার ইঞ্জিন ইমেজ প্রসেসিং প্রযুক্তি যুক্ত করা হয়েছে এতে। এই প্রযুক্তি দুর্ধর্ষ কালার, সিগনিফিক্যান্ট ডেপথ এবং ডিপার কন্ট্রাস্ট দিতে সক্ষম।

শাওমির এই স্মার্ট টিভিটি শুধুমাত্র চীনের বাজারেই উন্মোচন করা হয়েছে। কবে নাগাদ অন্যান্য দেশে সরবরাহ করা হবে তা জানা সম্ভব হয়নি। এর দাম নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ টাকার টাকা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন