আইসিটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনা করেন আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্যোগে সারাদেশে জেলা পর্যায়ে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোগ তৈরীর লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নিজস্ব উদ্ভাবনী চিন্তার ফসল শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব,স্কুল অব ফিউচার স্থাপন প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর মেধাবী জাতি গঠনে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের সাইবার সচেতনতা বিষয়ে জেলা প্রশাসকদের সহযোগিতা কামনান করেন।

আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে “জেলা প্রশাসক সম্মেলন ” উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন