আইফোনে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করতে পারবে আরও ৪ দেশ

আরব আমিরাতের

টেকভিশন২৪ ডেস্কঃ আইফোন থেকে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিপৎসংকেত পাঠানোর সুযোগ আরও চার দেশে চালু করেছে অ্যাপল।

ইমার্জেন্সি এসওএস নামের এ সুবিধা কাজে  লাগিয়ে আইফোনে ওয়াই-ফাই নেটওয়ার্ক না থাকলেও জরুরি বিপৎসংকেত পাঠানো যায়।

আইফোন ১৪ সিরিজে স্যাটেলাইট জরুরি পরিষেবা চালু করে অ্যাপল। শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের চালু হয় এই সেবা। এখন থেকে ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং যুক্তরাজ্যের ব্যবহারকারীরাও ফোনে স্যাটেলাইট ইমার্জেন্সি এসওএস পরিষেবার সুবিধা নিতে পারবেন।

অ্যাপল জানিয়েছে,  প্রথম দুই বছর এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যাবে। এ সুবিধা পর্যায়ক্রমে বিভিন্ন দেশে চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল।

 স্যাটেলাইট নেটওয়ার্কের  প্রযুক্তিতে স্মার্টফোন লো-আর্থ অরবিট উপগ্রহের সাথে কমিউনিকেশন করে এবং ফাইন্ড মাই অ্যাপ ব্যবহার করে জরুরী পরিষেবা সরবরাহকারীদের সাথে তার লোকেশন শেয়ার করতে পারে। অর্থাৎ, ফোনে নেটওয়ার্ক কানেক্টিভিটি ছাড়াই ব্যবহারকারীরা কল বা মেসেজ করতে পারবেন। ১৫ সেকেন্ডের কম সময়ের মধ্যে জরুরি মেসেজ পাঠাতে যাবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন