টেকভিশন২৪ ডেস্কঃ বিশ্বের ধনী ইলন মাস্ক জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার পরই ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা ব্যবহারে খরচ বাড়ানোর ঘোষণা দেন। আগে ছিল ৩ ডলার ৯৯ সেন্ট, এখন তা বাড়িয়ে ৭ ডলার ৯৯ সেন্ট করা হয়েছে।
তবে অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম (আইফোন) থেকে টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা গ্রহণ করলে ব্যবহারকারীদের গুনতে হবে বাড়তি টাকা। এক্ষেত্রে মাসিক খরচ হবে ১০ ডলার ৩৮ সেন্ট। তবে টুইটারের ওয়েব ভার্সন থেকে ব্লু টিক সেবা গ্রহণে পূর্ব নির্ধারিত ৭ ডলার ৯৯ সেন্টই গুনতে হবে।
টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল তাদের আইফোনসহ অন্যান্য ডিভাইসে থাকা অ্যাপসগুলোর কাছ থেকে ৩০ ভাগ লভ্যাংশ নেয়। অ্যাপ স্টোরের খরচ মেটাতেই মূলত অ্যাপল ব্যবহারকারীদের সাবস্ক্রিপশন ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ।
টুইটারের ব্লু টিক সেবা আপাতত বন্ধ রয়েছে। পুনরায় চালু হওয়ার পর থেকেই এই বাড়তি ফি গুনতে হবে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীদের।