বার্ষিক প্রতিবেদন ২০১৯।
টেকভিশন২৪ ডেস্ক: লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সাউথ এশিয়া ফেডারেশন অফ অ্যাকান্ট্যান্টস (সাফা) কর্তৃক আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে ২০১৯ সালের সেরা উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনের জন্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতে যৌথ দ্বিতীয় রানার আপ, কর্পোরেট গভর্ন্যান্স ডিসক্লোজার (সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড) ক্যাটাগরিতে প্রথম রানার আপ এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং ক্যাটাগরিতে দ্বিতীয় রানার আপ স্থান লাভ করেছে।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন, এফসিএ আইসিএবি প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক, এফসিএ, সাফা ভাইস প্রেসিডেন্ট জনাব একেএম দেলওয়ার হুসেইন, এফসিএমএ এবং মেম্বার কাউন্সিল ও পাস্ট প্রেসিডেন্ট আইসিএবি, আরসিপিএআর অফ কাউন্সিল, আইসিএবি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির, এফসিএ এর থেকে পুরস্কার সমূহ গ্রহণ করেন।