টেকভিশন২৪ ডেস্ক: জাপানের মহাকাশ গবেষণা সংস্থা সাইবার আক্রমণের শিকার হয়েছিলো। কিন্তু হ্যাকাররা যে তথ্যগুলি অ্যাক্সেস করেছিল তাতে রকেট এবং স্যাটেলাইট অপারেশনের জন্য গুরুত্বপূর্ণ কিছু অন্তর্ভুক্ত ছিলো না বলে জানিয়েছেন সংস্থাটির একজন মুখপাত্র। খবর রয়টার্স।
জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) এর মুখপাত্র বলেছেন “নেটওয়ার্ক সরঞ্জামের দুর্বলতাকে কাজে লাগিয়ে অননুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা ছিলো। তবে আক্রমণটি কখন হয়েছিলো সে সম্পর্কে বিশদ বিবরণ দিতে অস্বীকার করেন তিনি।
স্পেস এজেন্সি একটি বহিরাগত সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পরে এবং একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করার পরে অননুমোদিত অ্যাক্সেসের সম্ভাবনা সম্পর্কে জানতে পেরেছে। মুখপাত্র উক্ত সংস্থার নাম প্রকাশ করেননি।