বাজারে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন

রিয়েলমি
রিয়েলমি সি৩৫

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, আগামী ২২ মে দেশের বাজারে উন্মোচন করতে যাচ্ছে প্রথমবারের মতো ফ্ল্যাগশিপ ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা যাতে রয়েছে আইসোসেল এইচএম সিক্স সেন্সর। এর ফলে ব্যবহারকারীরা দুর্দান্ত প্রো-লাইট ক্যামেরা এক্সপেরিয়েন্স পাবেন রিয়েলমি ৯ ফোরজি স্মার্টফোনটি থেকে।

একইসঙ্গে প্রতিষ্ঠানটি ঐ দিনই উন্মোচন করতে যাচ্ছে এন্ট্রি লেভেলের সবচেয়ে সুন্দর স্মার্টফোন রিয়েলমি সি৩৫।

উদ্ভাবনী ডিজাইনের এন্ট্রি-লেভেলের রিয়েলমি সি৩৫ ডিভাইসটি দেখতে খুবই চমৎকার। এক্সডিএ এই ডিভাইসটিকে চমৎকার এন্ট্রি-লেভেল ফোনের খেতাব দিয়েছে। প্রযুক্তিখাতের বিশেষজ্ঞরা এটিকে স্টাইলিশ ফোন হিসেবে বিবেচনা করছেন। ‘টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়েবিলিটি সার্টিফিকেশন’ ডিভাইসটির গুণগতমান ও দীর্ঘস্থায়ীত্বের বিষয়টি নিশ্চিত করে।    

চলতি মাসে এ ফোন দু’টি দেশের বাজারে উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি। একই সময়ে ব্র্যান্ডটি দু’টি ডিভাইস উন্মোচনের মাধ্যমে ফ্যানদের চমকে দিবে বলে প্রত্যাশা করা যাচ্ছে। বিশ্বব্যাপী এ ফোন দু’টি বেশ সমাদৃত হয়েছে; বাংলাদেশের বাজারেও এ ফোন দু’টি ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য যে, রিয়েলমি আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি ফোন সরবরাহের লক্ষ্যে ফাইভজি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন