বিশ্বের দ্রুততম চার্জ হওয়া স্মার্টফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ডগুলি এখন উন্নত চার্জিং প্রযুক্তি বিকাশ করার দিকে মনোনিবেশ করছে। যেমন রিয়েলমি সম্প্রতি বিশ্বের প্রথম ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে রিয়েলমি জেটটি ৩ লঞ্চ করেছে।

ফলে এই মুহূর্তে বাজারের সবচেয়ে দ্রুততম চার্জ হওয়া স্মার্টফোনের তকমা পেয়েছে এটি। তবে শীঘ্রই রিয়েলি সংস্থার থেকে এই শিরোপা ছিনিয়ে নেওয়ার কাজে অনেকটাই এগিয়ে গিয়েছে ইনফিনিক্স।

জানা গেছে, ইনফিনিক্স চলতি বছরের শেষের দিকে ২৬০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থাটি লঞ্চের আগেই আগামী সপ্তাহের মধ্যে নয়া চার্জিং প্রযুক্তিটি প্রকাশ্যে আনতে পারে।

জিএসএমএরিনা ইতিমধ্যেই ফোনটির চার্জারের ছবি প্রকাশ করেছে। যেখানে ইনফিনিক্স এর সাদা রঙের ২৬০ ওয়াটের Thunder Charge চার্জারটিকে দেখা গেছে।

ফাঁস হওয়া ছবিতে চার্জারের পাশে একটি ফোনও রয়েছে। যার ব্যাক প্যানেলের ডিজাইন দেখে মনে হচ্ছে এটি ইনফিনিক্স জিরো আল্ট্রা। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন