টেকভিশন২৪ ডেস্ক: খান কম্পিউটার্স – কম্পিউটার ও প্রযুক্তি পণ্য সরবরাহে উত্তরবঙ্গের অন্যতম প্রতিষ্ঠান। অত্যাধুনিক কম্পিউটার ও প্রযুক্তি পণ্য সরবরাহের পাশাপাশি তথ্য প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাতে স্কুল, কলেজ ও মাদ্রাসায় “আইসিটি জিনিয়াস” কুইজ্ গেমস্ এর ধারাবাহিক আয়োজন করে খান কম্পিউটার্স।
নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় আগ্রহী করতে খান কম্পিউটার্স এর “আইসিটি জিনিয়াস”কুইজ্ গেমস্ এ দেওয়া হয় পুরষ্কারও।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লিটন খান বলেন, ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়ে ২১ বছর ধরে কম্পিউটার ও প্রযুক্তিগত পণ্য সরবরাহে গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বগুড়ার স্বনামধন্য এই প্রতিষ্ঠান।
খান কম্পিউটার্স – দোকান ৪৪-৪৫,৭৫-৭৫ ২য় তলা, শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট, নওয়াববাড়ি রোড, বগুড়া। https://www.khancomputers.com.bd/