টেকভিশন২৪ ডেস্ক: ১৮ জানুয়ারী ২০২১ তারিখ রাজধানীর জহির স্মার্ট টাওয়ারে ক্যাসপারস্কি পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট টেকনোলজিস আয়োজিত উক্ত অনুষ্ঠানে নতুন বছরকে কেন্দ্র করে নতুন অফার ঘোষণা করা হয়।
অফারের আওতায়, এখন থেকে ক্যাসপারস্কির যেকোনো এন্টিভাইরাস কিনলে একটি আকর্ষণীয় একটি ব্যাগ এবং ক্যাস্পারস্কি টোটাল সিকিউরিটি সলিউশন কিনলে ৩২ জিবি ক্যাপাসিটির একটি পেন ড্রাইভ পাবেন ক্রেতাগন।
তাছাড়াও অনুষ্ঠানে পূর্ববর্তী বছরের সফল পার্টনারগনকে পুরষ্কৃত করা হয়।
উক্ত পার্টনার মিটে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর জনাব মুজাহিদ আল বেরুনী সুজন এবং হেড অফ সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন।