সেনানিবাসের সিএসডিতে পেমেন্ট সুবিধা আনল ট্যাপ

ট্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সেনানিবাসে কেনাকাটা সহজ করতে কাজ করবে মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠান ট্রাস্ট আজিয়াটা পে বা ট্যাপ। এর আওতায় এখন থেকে ট্যাপ এর মাধ্যমে সহজেই সকল সেনানিবাসের ক্যান্টিন স্টোরস ডিপার্টমেন্ট (সিএসডি)-এর গ্রাহকরা কেনাকাটায় পাবেন বিশেষ সুবিধা।

রোববার (২৪ জুলাই, ২০২২) ঢাকা সেনানিবাসে সিএসডির প্রধান কার্যালয়ে সিএসডি ও ট্যাপের মধ্যে একটি মার্চেন্ট পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সিএসডির হেড অব অ্যাডমিনিস্ট্রেটর মেজর মো. মমিনুর রহমান (অব:) এবং ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার দেওয়ান নাজমুল হাসান ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আর্মি ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, এনডিসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে সিএসডির ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল হক খান, পিবিজিএমএস উপস্থিত ছিলেন ।

চুক্তির আওতায় এখন থেকে দেশের সকল সেনানিবাসের সিএসডি থেকে কেনাকাটা করে ট্যাপের মাধ্যমে পেমেন্ট করা যাবে। গ্রাহকরা সিএসডির আওতায় ২৫ টি এক্সক্লুসিভ শপ, ২৭ টি সুপার শপ, ১৬ টি সিএসডি টেস (ডেলিভারিসহ), ক্যাপ্টেনস ওয়ার্ল্ড, ফার্মেসী ও সিএসডি মটর পার্টস শপ থেকে ট্যাপের এ সেবা উপভোগ করতে পারবেন।

সেনানিবাসের সিএসডিগুলোতে কিউআরকোড সম্বলিত পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে খুব সহজে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। এতে গ্রাহকদের ঝামেলা কমার পাশাপাশি সময়ও বাঁচবে। ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের আরও উদ্ভুদ্ধ করতে বিভিন্ন অফার দেবে ট্যাপ যা পর্যায়ক্রমে কেনাকাটার সময় গ্রাহকরা উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসডির কন্ট্রোল সেল মেজর তাইফুর হাসান মাহমুদ, এএসসি, এসও, সিএসডি কন্ট্রোল সেল (কিউএমজি ব্রাঞ্চ, আর্মি হেডকোয়ার্টার); সিএসডির হেড অব এইচআর, আইটি অ্যান্ড ট্রাভেল রিলেটেড সার্ভিস লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফজলে আকবর, পিএসসি, এমডিএস (অব:); হেড অব শপস অপারেশনস-১ (ঢাকা ক্যান্টনমেন্ট) মেজর এস এম ওয়াহিদুজ্জামান (অব:); হেড অব প্ল্যান অ্যান্ড প্রকিউরমেন্ট-১ (এক্সক্লুসিভ শপ) মেজর মো. শাখাওয়াত হোসেন খান (অব:); হেড অব ফিন্যান্স অ্যান্ড টেস মেজর এস এম ফরহাদ হোসেন (অব:) এবং হেড অব অপারেশন-১ (ক্যাপ্টেনস ওয়ার্ল্ড) মেজর মাহবুবুর রহমান (অব:)।

এছাড়া ট্যাপের ভাইস প্রেসিডেন্ট কমার্শিয়াল শাহজালাল উদ্দিন; জিএম, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান হাবিবে রাব্বি; জিএম, সেলস স্ট্রাটেজি, অপারেশনস অ্যান্ড মার্চেন্ট ম্যানেজমেন্ট ফাসিহুল মোস্তফা; হেড অব প্রোডাক্ট নজরুল ইসলাম জামান এবং ডিজিএম মার্চেন্ট ম্যানেজমেন্ট আসিফ বিন মুজিবও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সিএসডির ম্যানেজিং ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. জহিরুল হক খান, পিবিজিএমএস বলেন. ‘সেনা সদস্যদের কেনাকাটার জনপ্রিয় স্থান হলো সিএসডি। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের দৈনন্দিন জীবনে কেনাকাটা সহজ, নিরাপদ ও দ্রুত করতে আমরা এ ব্যবস্থা চালু করেছি। যাতে সেনানিবাসের সবগুলো সিএসডি থেকে খুব সহজে লেনদের করতে পারেন।’

আর্মি ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন ও ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মো. আশরাফ খান, এনডিসি, পিএসসি বলেন, ‘শুধু টাকা লেনদেনে সীমাবদ্ধ না থেকে এমএফএস সেবা আমরা সকল পর্যায়ে নিয়ে যেতে চাই। আমরা আশা করি আমাদের উদ্ভাবনী সেবা গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট এ উৎসাহিত করবে । এর মাধ্যমে যাতে মানুষের জীবন যাত্রা সহজতর হয় সেই প্রত্যাশা পূরণে আমরা কাজ করে যাচ্ছি ।’

ট্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান নাজমুল হাসান বলেন, “ট্যাপ চালু হওয়ার পর থেকে আমরা মানুষকে ডিজিটাল পেমেন্ট এ অভ্যস্ত করতে কাজ করে যাচ্ছি। এর জন্য নতুন নতুন উদ্যোগও আমরা গ্রহণ করেছি। ট্যাপের ম্যাধমে রিক্সা ভাড়া, যাকাত দেয়ার ব্যবস্থাও চালু করেছি আমরা। দেশের সেনানিবাসগুলোর সিএসডিতে মার্চেন্ট ব্যবস্থা চালু করায় গ্রাহকরা আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন বলে আমাদের প্রত্যাশা।’

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন