টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে সর্বাধিক বিক্রিত মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি এবার দেশের বাজারে নিয়ে এলো নতুন স্মার্টফোন ইনোভা৩০। মিরর হোয়াইট, রিফ্লেক্টিভ গ্রীন, স্পেস গ্রীন কালার এর অত্যাধুনিক স্টাইলিশ গ্লাস ব্যাক পার্ট ডিজাইনের ইনোভা৩০ স্মার্টফোনটি ২০ মার্চ থেকে সিম্ফনি মোবাইলের সকল আউটলেটে পাওয়া যাবে। ইনোভা৩০ ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে যথাক্রমে ৬জিবি এবং ৮জিবি র্যামে এবং ১২৮ জিবি রম। ৬জিবি ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১১ হাজার ৬৯৯ টাকা এবং ৮জিবি ভ্যারিয়েন্ট এর দাম রাখা হয়েছে ১২ হাজার ৬৯৯ টাকা।
ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১৩। ২০.১৫:৯ এ্যাসপেক্ট রেশিও’র এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৫৬ ইঞ্চ ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে যার রেজ্যুলেশন এইচডি প্লাস বা ৭২০*১৬১২। ২.০ গিগাহার্জের পাওয়ারফুল এবং পাওয়ার অ্যাফিসিয়েন্ট অক্টাকোর প্রসেসর ইউনিসক টি৬১৬ এর ১২ ন্যানো মিটার চিপসেট এবং জিপিউ ৭৫০ মেগাহার্জ। এছাড়াও এই ফোনটির মেমোরী স্টোরেজ এর জন্য ব্যবহার করা হয়েছে uMCP5 টাইপ স্টোরেজ যার কারনে ডাটা ট্রান্সফার এবং ফোনের পার্ফরমেন্স অনেক বেশী বেটার হবে।
নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ১.৯ অ্যাপারচার এর ১০৮ মেগাপিক্সেল ইউএইচডি রিয়ার ক্যামেরা যা দিয়ে তোলা যাবে মনোমুগ্ধকর এবং প্রাণবন্ত ছবি। সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরা ফিচারস এর উল্যেখযোগ্য ফিচারগুলো হলো এআই মোড, স্লো-মোশন, বোথ ক্যামেরা পোর্ট্রেইট, এইচডি আর, প্রো-মোড সহ অনেক ইন্টারেস্টিং ফিচারস।
পাওয়ার ব্যাকআপ দিতে এতে আছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি যা দিবে অনায়াসে দিন পার করার নিশ্চয়তা এবং সাথে আছে ১৮ ওয়াট এর ফাস্ট চার্জার যেটা দিয়ে খুব দ্রুতই আবার চার্জ করে ফেলা যাবে। দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে এই স্মার্টফোনটিতে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট।
এর ফেস আনলক ফিচার মুহূর্তেই ব্যবহারকারীর মুখাবয়ব রিড করতে পারবে। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন লক ও পাসওয়ার্ড। প্রয়োজনীয় সকল সেন্সর যেমন জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সর এবং কম্পাস সেন্সর রয়েছে নতুন এই স্মার্টফোনটিতে।
এছাড়াও এই ফোনটির কিছু স্পেশাল এর ফিচার এর মধ্যে উল্ল্যেখযোগ্য ফিচার গুলো হলো, নয়েজ ক্যানসেলেসন, ডায়নামিক আইল্যান্ড এবং প্যারাল্যাল এ্যাপ ব্যাবহার করার সুবিধা।
এই ফোনটির উদ্বোধন এর ঘোষণা দেওয়ার সময় সিম্ফনি মোবাইলের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাকারিয়া শাহিদ বলেন “বাংলাদেশে সিম্ফনির জন্মলগ্ন থেকেই নতুন কিছু “