ইকুরিয়ারের নতুন কিছু সেবা ও লোগো উন্মোচন

ছবিতে ইকুরিয়ার নতুন লোগো উন্মোচন করছেন ইকুরিয়ার এর সিইও বিপ্লব ঘোষ, ই-ক্যাব এর সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন এবং ডটলাইনস বাংলাদেশ এর হেড অব মার্কেটিং মুনতাসির আহমেদ।

প্রসিদ্ধ লজিস্টিকস কোম্পানি ইকুরিয়ার একাধিক নতুন সেবা নিয়ে আসার পাশাপাশি সম্পূর্ণ নতুন একটি লোগো উন্মোচন করেছে। 

টেকভিশন২৪ প্রতিবেদক: লজিস্টিক ইন্ডাস্ট্রিতে সম্পূর্ণ নতুন কিছু সেবা উদ্বোধন উপলক্ষ্যে ডটলাইনস বাংলাদেশ লিমিটেড ১৫ ফেব্রুয়ারি (সোমবার) রাজধানীর বেস্ট ওয়েস্টার্ন লা ভিঞ্চি হোটেলে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে ইকুরিয়ার তাদের নতুন লোগোটিও উন্মোচন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব)-এর সহ-সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন এবং প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রাম হেড মুনির হাসান।

                                                            ইকুরিয়ারের নতুন লোগো।

ইকুরিয়ার বিগত ৫ বছর যাবত উন্নত প্রযুক্তি সমৃদ্ধ লজিস্টিক সেবা নিয়ে আসার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। লজিস্টিক ইন্ডাস্ট্রিকে ঢেলে সাজানোর লক্ষ্যে ডেলিভারি সেবায় চালু করেছে এন্ড-টু-এন্ড ৩৬০ পোর্টফলিও। নতুন সেবাগুলো হল এয়ার পার্সেল, লাইন হল, করপোরেট ডেলিভারি, মার্চেন্ট ডেলিভারি, পার্সন টু পার্সন (পিটুপি) ডেলিভারি এবং ওয়্যারহাউজ সেবাসমূহ। সবগুলো সেবাতেই এন্ড টু এন্ড ট্র্যাকিং সুবিধা রয়েছে যা কর্পোরেট, মার্চেন্ট এবং সাধারণ গ্রাহককে তাদের সকল প্রকার ডেলিভারি চাহিদাকে এক ছাতার নিচে নিয়ে এসেছে। ডেলিভারির গতি বৃদ্ধি, সহজলভ্যতা ও যথার্থতা নিশ্চিত করার জন্যই নতুন এই সেবাসমূহ নিয়ে আসা হয়েছে এছাড়া ওয়্যারহাউজ সেবাটি স্টোরেজ সল্যুশনস নিশ্চিত করবে। এবং এই সমস্ত নতুন সেবাসমূহ যুক্ত করার মাধ্যমে ইকুরিয়ার বাংলাদেশের প্রথম থ্রি সিক্সটি লজিস্টিক ব্র্যান্ড হিসেবে পরিণত হল।

                                                                ইকুরিয়ারের নতুন সেবা সমূহ।

প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে লোগো নতুন করে সাজানোর সিদ্ধান্ত নেয় দেশের অগ্রগামী লিজিস্টিক প্রতিষ্ঠানটি। নতুন লোগোর রংগুলো (নীল, হলুদ, বেগুনী) মূলত যথাক্রমে প্রতিশ্রুতি, উদ্যম আর লক্ষ্যের প্রতিফলন।     

মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, “ই-কমার্স ব্যবসার অন্যতম প্রধান সমস্যা হলো ডেলিভারী সার্ভিস। তবে ইকুরিয়ার-এর নতুন সেবাগুলো এই সমস্যার এক যথোপযোগী সমাধান। বিশেষ করে লাইসেন্সপ্রাপ্ত হওয়ার ইকুরিয়ার অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে নিরাপদ ও আস্থাসম্পন্ন। মহামারী চলাকালীন সময়েও ই-কমার্সের অগ্রগতি ও জনপ্রিয়তা বৃদ্ধির জন্য ইকুরিয়ার-কে বাহবা দিতেই হয়। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য নিয়ে আমি আশাবাদী।”  

মুনির হাসান বলেন, “ক্ষুদ্র থেকে বৃহৎ যেকোন প্রতিষ্ঠানের ছোট থেকে বড় যেকোন পণ্য ট্র্যাক-সিস্টেমের আওতায় রেখে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করাই প্রমাণ করে যে ইকুরিয়ার অন্যান্য ডেলিভারী প্রতিষ্ঠান থেকে আলাদা। প্রতিষ্ঠানটির নতুন সেবাগুলো সত্যিই চমৎকার এবং পণ্য ডেলিভারীর ক্ষেত্রে দেশে নতুন এক অধ্যায়ের যাত্রা শুরু করতে যাচ্ছে ইকুরিয়ার। আগামী দিনগুলোতে ইকুরিয়ারের জন্য অনেক শুভকামনা এবং তাদের হাত ধরে লজিস্টিক ব্যবসায় এক অন্য উচ্চতায় পৌঁছবে এই বিষয়ে আমি আশাবাদী।”

ইকুরিয়ার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা/ব্যবস্থাপনা পরিচালক বিপ্লব ঘোষ বলেন,ইকুরিয়ার গ্রাহকদের জন্য সর্বদা সেরা মানের সেবা ও লজিস্টিক সল্যুশন নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন লোগো ও সেবা বাংলাদেশের অন্যতম লজিস্টিকস কোম্পানি হিসেবে ইকুরিয়ারের অবস্থানকে আরও শক্তিশালী করবে।”     

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন