রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ণ
29 C
Dhaka

কিসিলেক্ট ব্র্যান্ডের পাঁচ স্মার্টওয়াচ; থাকছে ডিসকাউন্ট

- Advertisement -

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে অত্যাধুনিক সব ফিচার সমৃদ্ধ পাঁচটি মডেলের স্মার্টওয়াচ নিয়ে এসেছে কিসিলেক্ট। নতুন আনা স্মার্টওয়াচগুলো হলো, কিসিলেক্ট লোরা, লোরা ২, কিসিলেক্ট কেএস মিনি, কিসিলেক্ট কিআর প্রো এলটিডি এবং কিসিলেক্ট কেআর।

কিসিলেক্ট ব্র্যান্ডের এসব স্মার্টওয়াচ এখন থেকে পাওয়া যাবে ডিএক্সজিতে(godxg.com)। আর এসব স্মার্টওয়াচ কেনায় পাওয়া যাবে ১ বছরের বিক্রোত্তর সেবা বা ওয়ারেন্টি সুবিধা। আর প্রথম ১০০ জন ক্রেতা পাবেন ফ্ল্যাট ২০ শতাংশ ডিসকাউন্ট।

দেশের বাজারে এসব স্মার্টওয়াচ বিক্রি করতে জনপ্রিয় বিপণন প্রতিষ্ঠান ডিএক্সজি-এর সঙ্গে চুক্তি করেছে চীনা প্রতিষ্ঠান কিসিলেক্ট। এখন থেকে এসব স্মার্টওয়াচ পাওয়া যাবে গোডিএক্সজি ওয়েবসাইছে।

অনলাইনে এক ইভেন্টের মাধ্যমে স্মার্টওয়াচগুলো উন্মোচন করেন ডিএক্সজির চিফ স্ট্র্যাটেজিক অফিসার চয়ন করিম, ইউটিউবার ওয়াহিদুর রহমান ও সোহাগ মিয়া (সোহাগ ৩৬০)। তারা জানান, দেশের যেকোনো প্রান্ত থেকে ক্রেতারা ক্যাশ অন ডেলিভারিতেও কিনতে পারবেন এসব স্মার্টওয়াচ।

এই পাঁচটি স্মার্টওয়াচের দুটি বিশেষ করে নারীদের জন্য এবং অন্য তিনটি সবাই ব্যবহার করতে পারবেন। এসব স্মার্টওয়াচে রয়েছে বিশেষ স্বাস্থ্যগত দিক। সবগুলো স্মার্টওয়াচ অস্বাভাবিক হার্টরেট শনাক্ত করতে পারে। পাশপাশি ঘুমের মান, অক্সিজেনের পরিমাণ, শ্বাসপ্রশ্বাস এবং ট্রেস মনিটর করতে পারে সহজেই। জানা যাবে হাঁটাচলার পরিমাণ, সাইক্লিং বা এক্সারসাইজের পরিমাণও।

কিসিলেক্ট কেআর প্রো এলটিডি গোলাকার আকৃতির স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। স্লিম মেটাল বডির ডিভাইসটিতে রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি, যা এক চার্জে সাত দিন পর্যন্ত চলে। ২৪ ঘণ্টা হার্ট, ব্লাড প্রেশার, অক্সিজেন, ঘুমের পরিমাপ মনিটরিং ফিচার রয়েছে, রয়েছে বাংলা ইন্টারফেস। স্মার্টওয়াচটিতে পাওয়া যাবে শতাধিক স্পোর্টস মোড। স্লিম মেটাল বডির ওয়াচটির দাম ৮৪৯৯ টাকা।

কিসিলেক্টের আরেকটি মডেলের স্মার্টওয়াচ কেএস মিনি। ১.৭৮ ইঞ্চির এইচডি কালারফুল অ্যামোলেড ডিসপ্লে রয়েছে ওয়াচে। ডিসপ্লেটি স্পিট হওয়ায় দুটি অংশে ভাগ করেও কাজ করা যাবে। আর আইপি৬৮ থাকায় এটি পরেই সাঁতার কাটা যায়। এ ছাড়া রয়েছে শতাধিক স্পোর্টস মোড, শতাধিক ওয়াচফেস, অক্সিজেন, হার্টরেট, শ্বাসপ্রশ্বাস, ঘুমের পরিমাণ মনিটরিং ফিচার। ওয়াচটির দাম মাত্র ৫৯৯৯ টাকা।

কিসিলেক্ট কেআর মডেলের স্মার্টওয়াচটির দাম ৩৬৯৯ টাকা। এতে রয়েছে ১.৩২ ইঞ্চির সেমি অ্যামোলেড ডিসপ্লে, ২৮০ এমএএইচ ব্যাটারি, ৭০ স্পোর্টস মোড, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টসহ আরও অনেক ধরনের ফিচার।

এছাড়া নারীদের ব্যবহার উপোযোগী দুটি মডেলের স্মার্টওয়াচ এনেছে কিসিলেক্ট। কিসিলেক্ট লোরা এবং লোরা ২ মডেলের স্মার্টওয়াচ দুটির দাম যথাক্রমে ৫৪৯০ এবং ৬৩৯০ টাকা।  

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

ভিভোর ৮ বছর পূর্তিতে ৭০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের বাজারে সফলভাবে আট বছর পূর্ণ করতে...

৫ম বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়েছে...

২০তম বিডিনগ ৪ দিনের সম্মেলন ও কর্মশালা সিলেটে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) আয়োজনে ২০তম...

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img