টেকভিশন২৪ ডেস্কঃ জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বাংলাদেশ থেকে ১ লাখ ১২ হাজার ৯৩০টি ভিডিও ডিলিট করে দিয়েছে। ইউটিউবের সম্প্রতি প্রকাশিত জুলাই-সেপ্টেম্বরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন বলা হয়েছে, কমিউনিটি নির্দেশিকা লঙ্ঘনের কারণে ডিলিট করা হয়েছে ভিডিওগুলো। ভিডিও ডিলিটের তালিকায় সবার ওপরে আছে ভারত, দেশটির ১৭ লাখ ভিডিও ডিলিট করা হয়েছে।
বিশ্বব্যাপী ৫৬ লাখ ভিডিও ডিলিট করেছে ইউটিউব। ৬৭ দশমিক ৯ শতাংশ ভিডিও ডিলিট করা হয়েছে ১০টিরও বেশি ভিউ পাওয়ার আগেই। বাতিল করা হয়েছে ৫০ লাখ ইউটিউব চ্যানেল।
ইউটিউবের মতে, কন্টেন্ট যেখানেই আপলোড করা হোক না কেন, এর কমিউনিটি নির্দেশিকা বিশ্বজুড়ে একইভাবে কার্যকর হবে। ইউটিউবের নির্দেশিকা লঙ্ঘনের দায়ে ভিডিও ডিলিট করা হলে তা বিশ্বব্যাপীই সরানো হয়।
ইউটিউব আরও জানিয়েছে, কনটেন্ট যদি অর্থ আয়ের উপযোগী না হয়, তবে পুরো চ্যানেল মুছে দিতে পারে ইউটিউব কর্তৃপক্ষ।