বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ণ
27 C
Dhaka

খুলনায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে উপকূলের মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষে ও তাদের জ্ঞানভিত্তিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের অবদান বৃদ্ধি নিশ্চিত করতে খুলনায় আয়োজিত হলো দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। স্টেম অ্যান্ড আইসিটি স্কিলস ফর দ্য গার্লস অব কোস্টাল এরিয়া শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় অংশ নেন খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক।

- Advertisement -

তিনটি পৃথক সেশনে দিনব্যাপী বিজ্ঞান, গণিত, প্রোগ্রামিং ও রোবটিক্সের উপর শিক্ষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মোঃ রেজাউল করিম, বাংলার ম্যাথের সহ-প্রতিষ্ঠাতা ও গণিত অলিম্পিয়াডের সাবেক সিনিয়র কনসালটেন্ট আহমেদ শাহরিয়ার, স্ক্র্যাচ বাংলাদেশের কো-অর্ডিনেটর মোশাররফ হোসেন টিপু, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের মেন্টর আফ্রিদি প্রমুখ।

গণিত ও বিজ্ঞানকে সমস্যা সমাধানের টুল হিসেবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারলে তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানো সময়ের অপেক্ষা মাত্র- কর্মশালায় শিক্ষকদের উদ্দেশ্যে এমনটাই বলছিলেন সেশনে আগত প্রশিক্ষকগণ। দিনব্যাপী বিভিন্ন সেশনের পর শিক্ষকমন্ডলী তাদের মত বিনিময় পর্বে নিজেদের অনুভূতি ব্যাক্ত করে বলেন, গৎবাঁধা তত্ত্বভিত্তিক প্রশিক্ষণের বাইরে হাতে-কলমে গণিত, বিজ্ঞান কিংবা প্রোগ্রামিং এর বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আজকে যে প্রশিক্ষণ প্রদান করা হল তা আমাদের জন্য অনেক অনুপ্রেরণামূলক।

উল্লেখ্য যে, আন্তর্জাতিক সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফ্রীডম ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের তিনটি উপকূলীয় উপজেলা খুলনার রূপসা, বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার তালা উপজেলার মোট ৬টি মাধ্যমিক স্কুল- শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা, শহীদ কামেল মডেল হাইস্কুল কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুল সাতক্ষীরা, নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা, পেড়িখালী মডেল হাইস্কুল, বাগেরহাট, বড়কাটালি বহুমূখী হাইস্কুল বাগেরহাটের তিনশতাধিক মেয়ে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান, প্রোগ্রামিং, রোবটিক্স এবং গণিতের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে আসছে প্রকল্পটি।

প্রকল্পের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষার্থীদের ভবিষ্যতেও এই সকল কার্যক্রমের সাথে যুক্ত রাখার লক্ষ্যে উক্ত স্কুলের শিক্ষকমন্ডলীকেও এই সকল কার্যক্রমের আওতায় আনতেই এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। আয়োজন শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগত শিক্ষকদের সাথে নিয়ে কেক কেটে ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন...

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

সর্বশেষ

প্রতিদিনের কেনাকাটায় ডিজিটাল পেমেন্টে সচেতনতা ও প্রণোদনা প্রয়োজন

বন্দরনগরীতে বিকাশ আয়োজিত এক মতবিনিময়ে খাতসংশ্লিষ্টদের পরামর্শ দৈনন্দিনকেনাকাটায় ডিজিটাল পেমেন্টবাড়াতে...

কিউএ ব্রেইন্স মিটআপ সফলভাবে সম্পন্ন

শিক্ষা, উদ্ভাবন ও সহযোগিতার এক অনন্য দিনে কিউএ বিশেষজ্ঞদের...

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img