‘ইনোভেট স্কিলস’ বিষয়ক প্রশিক্ষণ চালু করবে এসএলএসডি এবং মাই আউটসোর্সিং

টেকভিশন২৪ ডেস্ক: লীডারশীপ স্কিলস ডেভেলপমেন্ট সোসাইটি এবং মাই আউটসোর্সিং লিমিটেড একটি চুক্তি সাক্ষর করেছে। যার মাধ্যমে ‘ইনোভেট স্কিলস’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবে। এই আয়োজনের উদ্দেশ্য হলো সফট স্কিল এবং পেশাদারিত্ব উন্নয়ন করা, যেখানে লীডারশীপ স্কিলস এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের মৌলিক বিষয়গুলো যুক্ত করা হবে। এই প্রশিক্ষণ প্রোগ্রামগুলো সোসাইটি ফর লীডারশীপ স্কিলস ডেভেলপমেন্ট এস. এল. এস. ডি. দ্বারা পরিচালনা হবে এবং তার মধ্যে কন্টেন্ট তৈরি, মান উন্নয়ণ, প্রশিক্ষণ প্রদান এবং ফলাফল মূল্যায়ন সহ বিভিন্ন কার্যক্রম থাকবে।

অপর দিকে, মাই আউটসোর্সিং লিমিটেড, আত্ম-উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশিক্ষণের বাজারে বৃদ্ধি এবং সার্বিক পরিচালনায় দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে। উভয় প্রতিষ্ঠানের সিইও, মোঃ তানজিরুল বাসার এবং মঈনুদ্দিন চৌধুরী, এই চুক্তি স্বাক্ষর করেছেন।

এই উদ্যোগটি হচ্ছে নিয়মিতভাবে মানব সম্পদের দক্ষতা উন্নত করা, ইমোশনাল ইন্টেলিজেন্স, যোগাযোগের দক্ষতা, কার্যকর লীডারশীপ এবং প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসা উন্নত করা।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন