টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশযান নির্মাতা সংস্থা স্পেসএক্স নতুন ইতিহাস গড়েছে। নিজেদের তৈরি আলোচিত রকেট স্টারশিপ সফলভাবে লঞ্চপ্যাডে ল্যান্ডিং করেছে। এই মহাকাশযানেই চাঁদ ও মঙ্গলে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে স্পেসএক্স।
রবিবার টেক্সাসের বোকা চিকা মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রের লঞ্চপ্যাড থেকে উড্ডয়ন করে স্পেসএক্সের আলোচিত রকেট ‘স্টারশিপ’। টাওয়ার সংলগ্ন ‘স্টারশিপ বুস্টার’ থেকে আলাদা হয়ে ‘সুপার হেভি বুস্টারটি’ উড়ে যায় রকেট নিয়ে।
তবে, এদিন স্পেসএক্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ‘সুপার হেভি বুস্টারটিকে’ পুনরায় লঞ্চপ্যাডে ফিরিয়ে আনা। স্টারশিপ রকেট উড়ে যাওয়ার পরপরই ‘সুপার হেভি বুস্টারটির ধাতব শরীরে আগুন ধরে গেলেও প্রথমবারের মতো সবাইকে তাক লাগিয়ে এটি ফিরে আসে টেক্সাসের লঞ্চ টাওয়ারে।
উড্ডয়ন কেন্দ্র বোকা চিকা থেকে স্টারশিপের রকেটটিকে মহাকাশে পাঠিয়ে যখন হেভি বুস্টারটি পৃথিবীর দিকে আসছিলো, তখন এটির উচ্চতা ছিল ৭০ কিলোমিটার। গতি কমিয়ে আনতে এটি ব্যবহার করেছিলো র্যাপটর ইঞ্জিনগুলো। উড্ডয়নের ৭ মিনিট পরেই লঞ্চ টাওয়ারের বাহুতে বসে যায় ২৩৩ ফিটের এই হেভি বুস্টার।
এই সফলতা স্পেসএক্সের দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল। এর আগে চারবার প্রচেষ্টা বিফল হয়েছে।


