টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং ভারতের পর এবার সিঙ্গাপুরে কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির এক মুখপাত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে স্ট্রেইটস টাইমস।
কর্মী ছাঁটাইয়ের কথা বলা হলেও ঠিক কত সংখ্যক কর্মীকে ছাঁটাই করা হয়েছে তা জানানো হয়নি। বিশ্বজুড়ে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ওই মুখপাত্র বলেন, সিঙ্গাপুরে পরিচালনা সক্ষমতা সমন্বয় ও উন্নত করতে কর্মী ছাঁটাই করছে স্যামসাং ইলেকট্রনিকস।
স্যামসাং বিশ্বব্যাপী পুনর্গঠনের অংশ হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডভিত্তিক কর্মী ছাঁটাই করছে। ছাঁটাইয়ের বিষয়টি ১ অক্টোবর জানানো হয়। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে ১০ শতাংশ পর্যন্ত কর্মী ছাঁটাই করা হতে পারে।