টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ড একটি আকর্ষণীয় ফ্ল্যাশ ইউজেস ক্যাম্পেইন চালু করেছে। ১০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর, ২০২৪ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে বিজয়ীদের জন্য রয়েছে থাইল্যান্ড (ঢাকা-ব্যাংকক-ঢাকা) ভ্রমণের রিটার্ন এয়ার টিকেট জয়ের সুযোগ।
বাংলাদেশের যেকোনো মাস্টারকার্ড ইস্যুকারী ব্যাংক বা এনবিএফআই থেকে সংগৃহীত যে কোন মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে লেনদেনের মাধ্যমে ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে।
ক্যাম্পেইন চলাকালীন অন্তত তিনটি রিটেইল পিওএস/ই-কম/ক্রস-বর্ডার লেনদেন করা শীর্ষ ১৫ জন কার্ডহোল্ডার প্রত্যেকে একটি করে রিটার্ন এয়ার টিকেট জয়ের সুযোগ পাবেন। মাস্টারকার্ড-ব্র্যান্ডেড কার্ড দিয়ে করা লেনদেনের সর্বোচ্চ পরিমাণের ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হবে।