টেকভিশন২৪ ডেস্ক : অ্যাপলের আইপ্যাডকে টেক্কা দিতে নতুন দুটি ট্যাবলেট উন্মোচন করেছে হুয়াওয়ে। মেটপ্যাড প্রো ১২.২ এবং মেটপ্যাড এয়ার মডেলের এই ট্যাবলেট বাজারের সর্বোচ্চমানের ট্যাবলেট হিসেবে দাবি করেছে কোম্পানিটি।
খবরে বলা হয়, মেটপ্যাড প্রো ১২.২ ট্যাবলেটটি মেটপ্যাড এয়ারের থেকেও পাতলা এবং হালকা। উভয় ট্যাবলেটই হুয়াওয়ের এম-পেন্সিল স্টাইলাসের মাধ্যমে স্টাইলাস ইনপুট সমর্থন করবে।
নতুন ট্যাবলেটগুলোতে কোন চিপ সেট প্রসেসর ব্যবহার করা হবে তা এখনও প্রকাশ করেনি হুয়াওয়ে। তবে প্রো মডেলে কিরিন ৯০১০ এর একটি আপডেটেড সংস্করণ থাকতে পারে। এই মডেলটিতে ১৬ জিবি র্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ থাকতে পারে।
উভয় ট্যাবলেটেই ১৩ মেগাপিক্সেলের প্রধান, ৮ মেগাপিক্সেলের রেয়ার এবং প্রো মডেলটিতে ১৬ মেগাপিক্সেলের এবং এয়ার মডেলে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। অপারেটিং সিস্টেম হিসেবে হারমনি ওএস ৪.২ থাকবে। এয়ার মডেলের ৬৬ ওয়াট এবং প্রো মডেলর ১০০ ওয়াট ফাস্ট চার্জিংসহ ১০১০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

