সাইবার নিরাপত্তাসহ সব কালো আইনের তালিকা করেছে সরকার : ড. ইউনূস

টেকভিশন২৪ ডেস্ক: বিগত সরকারের আমলে করা বা আগে থেকে বিদ্যমান সব নিবর্তনমূলক আইনের তালিকা করেছে সরকার। এসব আইন বাতিল অথবা প্রযোজ্য ক্ষেত্রে শিগগিরই সংশোধন করা হবে।

আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, সন্ত্রাস দমন আইন ও ডিজিটাল/সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইনসহ বাংলাদেশে বিদ্যমান সব কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এসব কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন