১২০ মিলিয়ন ডলারের এআই শিক্ষা তহবিল করতে যাচ্ছে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানিয়েছেন, গুগল ১২০ মিলিয়ন ডলারের ‘গ্লোবাল এআই অপরচুনিটি ফান্ড’ তৈরি করতে যাচ্ছে। উদ্দেশ্য বিশ্বব্যাপী ‘এআই বিভাজন’ এড়ানোর জন্য সারা বিশ্বে এআই বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ তৈরি করে দেয়া। খবর টেকক্রাঞ্চ।

গত শনিবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ‘সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলনে এআই প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সুন্দর পিচাই। তিনি এআই-কে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ‘ট্রান্সফরমেটিভ’ বা রুপান্তরকারী প্রযুক্তি আখ্যায়িত করে গুগলের এআই শিক্ষা তহবিল গঠনের বিষয়টি ঘোষণা করেন।

গুগলের এআই তহবিল থেকে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অংশীদার হিসেবে থাকবে স্থানীয় অলাভজনক ও বেসরকারি (এনজিও) প্রতিষ্ঠানসমূহ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন