যুক্তরাষ্ট্রের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দেবেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। ট্রাম্পকে সমর্থনকারী একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে (পিএসি) মাসে প্রায় সাড়ে ৪ কোটি ডলার দেয়ার পরিকল্পনা করছেন তিনি। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
তবে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফেডারেল নির্বাচন কমিশনে জমা দেয়া একটি ত্রৈমাসিক আর্থিক নথি অনুসারে জুনের শেষ পর্যন্ত পিএসিতে মাস্ক কোনো অর্থ দেননি বলে জানা গেছে। চলতি জুলাই মাসেও অনুদান দিয়েছেন কি না সে বিষয়েও স্পষ্ট জানা যায়নি।
ইলন মাস্ক বছরের পর বছর ধরে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রার্থীদের অনুদান দিয়ে আসছেন। তবে তিনি এর আগে প্রেসিডেন্ট নির্বাচনে খুব বেশি অর্থ খরচ করেছেন — এমন নয়।
উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

