টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষিত সিরির বড় সংস্কার নিয়ে নতুন ইঙ্গিত মিলেছে। অ্যাপল সিরিকে একটি পূর্ণাঙ্গ এআই চ্যাটবটে রূপ দিতে পারে—এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ২৭–এর সঙ্গে যুক্ত হতে পারে এই নতুন সিরি, যা চলতি বছরের জুনে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি–এর মূল আকর্ষণ হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণভাবে ‘ক্যাম্পোস’ কোডনামে পরিচিত এই সিরি চ্যাটবট ভয়েস ও লেখা—দু’ধরনের ইনপুটেই কাজ করবে। এত দিন অ্যাপলের শীর্ষ নির্বাহী ক্রেইগ ফেডেরিঘি বলে আসছিলেন, সিরিকে চ্যাটবট বানানোর পরিকল্পনা নেই; বরং প্রয়োজনের মুহূর্তে সহজে ব্যবহারযোগ্য, সমন্বিত এআই অভিজ্ঞতা দিতে চায় অ্যাপল। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চ্যাটবটের সাফল্যের চাপে সেই অবস্থানে পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ওপেনএআই হার্ডওয়্যার খাতে প্রবেশের প্রস্তুতি নেওয়ায় অ্যাপলের উদ্বেগ আরও বেড়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ।
এআই প্রতিযোগিতায় অ্যাপল যে কিছুটা পিছিয়ে পড়েছে, তা নতুন নয়। ব্যক্তিগতকৃত সিরি চালু করতে একাধিকবার সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি পরীক্ষা করলেও শেষ পর্যন্ত গুগলের জেমিনি–কে এআই অংশীদার হিসেবে বেছে নেয় অ্যাপল। বিশ্লেষকদের মতে, সিরিকে চ্যাটবটে রূপ দেওয়ার এই পরিকল্পনাই এআই দৌড়ে অ্যাপলের ঘুরে দাঁড়ানোর বড় চেষ্টা।


