বাধ্যতামূলক ছুটিতে ডাক অধিদপ্তরের ডিজি সুধাংশু শেখর ভদ্র

টেকভিশন২৪ ডেস্ক: ডাক অধিদপ্তরের ডিজি সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩ মোতাবেক ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিধি-১২ এর বিধান অনুসারে আগামী ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে আদেশ জারি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

সুধাংশু শেখরের বিরুদ্ধে ডাক অধিদপ্তরের মাধ্যমে ডিজিটাল সেবা দিয়ে কেনা-কাটায় ব্যাপক অনিয়ম পায় তদন্ত কমিটি। তাকে পদ থেকে সরিয়ে দিতে সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। তথ্যসূত্র: বাংলানিউজ২৪

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন