১৬ দফা প্রস্তাব বিষয়ে ই-ক্যাবকে এনবিআর চেয়ারম্যানের আশ্বাস

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন বাজেটকে সমানে রেখে রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে ১৬ দফা প্রস্তাব দিয়েছে ই-কমার্স ব্যবসায়ীদের জাতীয় বাণিজ্যিক সংগঠন ই-ক্যাব। বৃহস্পতিবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রাক বাজেট আলোচনায় এই প্রস্তাব দেয় সংগঠনটি।

প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, ই-কমার্সের ক্ষেত্রে ব্যবসার প্রসার ঘটছে। উদ্যোক্তারা বিচ্ছিন্নভাবে কাজ করছে। তাদের সুবিধা দেয়া কিংবা করধার্য করা অথবা ভ্যাটের আওতায় আনার জন্য এমন একটা প্লাটফর্ম দরকার যেখানে সবাই নথিভূক্ত হতে বাধ্য। আমরা এই বিষয়ে কাজ করতে চাই। এবং এ ব্যাপারে ই-ক্যাবের সাহায্য চাই। তিনি আরো বলেন যাদের ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য তারাই ভ্যাট দিবেন। বাকীরা যেন কোনোভাবে ভীত না হোন এব্যাপারে এনবিআর সচেতন রয়েছে।

ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দীন শিপন, ডিরেক্টর জিয়া আশরাফ, ডিরেক্টর আসিফ আহনাফ, আজকের ডিল এর সিইও ফাহিম মাশরুর, সিন্দবাদ ডট কম এর ফাউন্ডার জীসান কিংশুক হক, অর্নব মোস্তফা, সিন্দবাদ ডট কম এর সিএফও মীর আশরাফ শিমুল, রকমারি ডট কম এর হেড অব ফিন্যান্স মোস্তফা কামাল পাশা, কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট এন্ড লিগ্যাল ইসু স্ট্যাডিং কমিটির অ্যাডভোকেট খন্দকার হাসান শাহরিয়ার, আবদুর রহমান শাওন, সদস্য, এস কে নুরুল হুদা, ও ই-ক্যাবের জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন।

বৈঠক শেষে জাহাঙ্গীর আলম শোভন জানিয়েছেন, আলোচনা শেষে এনবিআর চেয়ারম্যান সুস্পষ্ট কয়েকটি প্রস্তাবের সাথে ঐক্যমত প্রকাশ করে আসন্ন বাজেটে এর প্রতিফলন ঘটানোর আশ্বাস দিয়েছেন। বিশেষ করে ই-কমার্সকে আইটি এনাবল সার্ভিসের আওতায় আনা এবং ই-লার্নিং ও ই-বুক এই দুটো বিষয়ে ভ্যাট প্রত্যাহার যুক্তিযুক্ত বলে তিনি মত প্রকাশ করেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন