ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড

মেসি
মেসি

টেকভিশন২৪ ডেস্কঃ রবিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে দুইটি গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ের আনন্দ কোটি কোটি ফুটবল ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ইনস্টাগ্রামে দশটি ছবি পোস্ট করেন আর্জেন্টিনার অধিনায়ক। সেই ছবিতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গেছে।

তিন বছর আগে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি পোস্ট ইনস্টাগ্রামে সবথেকে বেশি লাইক পড়েছে। কিন্তু বিশ্বকাপ হাতে মেসির পোস্ট করা ছবি ইনস্টাগ্রামের সব রেকর্ড ভেঙে দিয়েছে। খেলার মাঠে যেমন রোনালদোকে পেছনে ফেলে বিশ্বকাপ জিতেছেন মেসি ঠিক তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও জনপ্রিয়তার শীর্ষে। মেসির ওই পোস্ট ৬.৭ কোটির বেশি লাইক পড়েছে। যা ইনস্টাগ্রামের ইতিহাসে নতুন রেকর্ড।

প্রতিষ্ঠানটির প্রধান মার্ক জাকারবার্গ বলেন, বিশ্বকাপ জেতার পরে মেসির পোস্ট ইনস্টাগ্রামের ইতিহাসে সবথেকে বেশি লাইক পেয়েছে। একই সঙ্গে বিশ্বকাপ ফাইনালের দিন জনপ্রিয়তার শীর্ষে ছিল হোয়াটসঅ্যাপও। শুধুমাত্র ফাইনাল ম্যাচ চলাকালীন সময় ২.৫ কোটি মেসেজ পাঠিয়েছেন ব্যবহারকারীরা।

উল্লেখ্য, ২০১৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনের পর পোস্ট করা ছবি ইনস্টাগ্রামে ৫.৭ কোটির বেশি লাইক পড়ে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন