১১ হাজার কর্মী ছাঁটাই করছে মেটা

মেটা
মেটা

টেকভিশন২৪ ডেস্কঃ ১১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। যা প্রযুক্তি জায়ান্টের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ছাঁটাই হতে যাচ্ছে। বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা বলা হয়েছে। আয় কমে যাওয়া এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক ব্লগ পোস্টে বলেন, মেটার ইতিহাসে আমি সবচেয়ে কঠিন কিছু পরিবর্তনের কথা আপনাদের জানাতে যাচ্ছি। আমি আমাদের প্রতিষ্ঠানের ১৩ শতাংশ কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের প্রতিভাবান ১১ হাজারের বেশি কর্মীকে চাকরি ছেড়ে যেতে হবে।

জাকারবার্গ আরও বলেন, এমন ছাঁটাই প্রতিষ্ঠানটির ওপর খারাপ প্রভাব ফেলবে। আমরা প্রতিষ্ঠানটির কলেবর ছোট করতে এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে বাড়তি কিছু পদক্ষেপ গ্রহণ করছি। ব্যয় কমাতে আগামী বছরের প্রথম ত্রৈমাসিক নিয়োগ বন্ধ রাখা হবে।

এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেটায় ৮৭ হাজারের বেশি কর্মী ছিল।

অক্টোবরে এক বার্তায় মেটা জানিয়েছে, আগামী বছর মেটার ৬৭ বিলিয়ন ডলার লোকসান হওয়া আশঙ্কা রয়েছে। চলতি বছরের এ সময়ের মধ্যেই আধা ট্রিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়েছে মেটা। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন