ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করতে হবে – ভূমিসচিব

টেকভিশন২৪ ডেস্ক: ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করা ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্দেশ্য।ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আমরা সেই পথেই এগোচ্ছি।

আজ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং রুপান্তরণ শীর্ষক এক সচিত্র উপস্থাপনা পর্যবেক্ষণের পর উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের সময় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ এসব কথা বলেন।

সচিত্র প্রতিবেদন উপস্থাপন করার সময় ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান মোঃ দৌলতুজ্জামান খাঁন জানান, চলমান ডিজিটাল ভূমি সেবার মধ্যে অন্যতম হচ্ছে, ই-নাম জারি ব্যবস্থা, ভূমি সেবা হটলাইন (১৬১২২) ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা, মোবাইলঅ্যাপ, উত্তরাধিকার ক্যালকুলেটর, ভূমি মন্ত্রণালয়েরই-বুক, ডিজিটাল রেকর্ডরুম, অনলাইন জরিপ ব্যবস্থাপনা ইত্যাদি।এছাড়া সরকারি ভূমি ব্যবস্থাপনা, কেস ম্যানেজমেন্ট সহ আরও বেশ কিছু ডিজিটাল সেবা পাইলটিং এর জন্য এখন প্রস্তুত।

সচিত্র উপস্থাপনার সময় ভূমি মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন