কক্সবাজারে শুরু হয়েছে চতুর্দশ বিডিনগ সম্মেলন

বিডিনগ

টেকভিশন২৪ ডেস্ক: ২৭ জুন থেকে কক্সবাজারে শুরু হয়েছে চতুর্দশ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইর্ডাস এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালার অংশ হিসাবে ৩০ জুন পর্যন্ত ইন্টারনেট প্রকৌশলীদের জন্য সেগমেন্ট রাউটিং এবং সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ চলবে।

১ জুলাই অনুষ্ঠিত হবে বিডিনগ সম্মেলন।আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক এ প্রসঙ্গে বলেন, আমরা আশা করি এই সম্মেলনের মাধ্যমে ইন্টারনেট সেক্টরের সার্বিক উন্নয়নের পাশপাশি দেশীয় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতার উন্নয়ন হবে।বিডিনগ সভাপতি রাশেদ আমিন বিদ্যুৎ বলেন, এ ধরনের প্রযুক্তি সম্মেলনের মাধ্যমে আমরা দেখছি আমাদের ইন্টারনেট প্রকৌশলীদের দক্ষতা বাড়ছে।

তাই আমরা বিডিনগ সম্মেলনের মাধ্যমে প্রকৌশলীদের মান উন্নয়নের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.bdnog.org/bdnog14 ওয়েবসাইটে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন