অনুমোদনবিহীন ৫৪টি ইনডোর ও ২৯টি আউটডোর এন্টেনা জব্দ; আটক ০১

বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (RAB-3) এর যৌথ অভিযানে রাজধানীর শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারের এম এম ইলেকট্রিক নামক  প্রতিষ্ঠান থেকে অনুমোদনবিহীন ৫৪টি ইনডোর এন্টেনা, ২৯টি আউটডোর এন্টেনা এবং ০৭টি নেটওয়ার্ক বুস্টার জব্দসহ ০১ জনকে আটক করা হয়েছে।

বিটিআরসি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে পরিচালিত এ যৌথ অপারেশনে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ জ্যামার, এন্টেনা ও বুস্টার এর ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায় । তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন