ফেসবুকে বিভ্রাট, দেখা যাচ্ছে না রিঅ্যাকশন দিচ্ছে কারা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্ল্যাটফর্মটিতে বেশ কিছু দিন পর পরই নতুন নতুন আপডেট দেওয়া হয়। তা করতে গিয়ে ফেসবুকের  বিভ্রাট দেখা দেওয়া নতুন কিছু নয়। গতকাল (২৬ মে) থেকে ফেসবুকে বড় একটি সমস্যা দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ফেসবুকের পোস্টে কোনো রিঅ্যাকশন দেখা যাচ্ছে না। আবার মাঝে মাঝে রিঅ্যাকশন দেখা গেলেও কে দিচ্ছে সেটাও দেখা যাচ্ছে না।

জানা গেছে, ফটো শেয়ারিং সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা গিয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রাম একই মালিকানাধীন প্রতিষ্ঠান।

বাংলাদেশ ও ভারতের ফেসবুক ব্যবহারকারীরা সমস্যাটির কথা টুইটার, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানাচ্ছেন।

এদিকে, ফেসবুক ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করছে, যা আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে। ব্যবহারকারীদের হালনাগাদের বিষয়ে নোটিফিকেশন পাঠানোও হচ্ছে। ধারণা করা হচ্ছে, প্রাইভেসি পলিসি আপডেট করতে গিয়েই এ সমস্যার সৃষ্টি।

তবে এই বিষয়ে এখনো কোনো বার্তা দেয়নি ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা।

-এডি০৩/মে ২৭/২২

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন