শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ৫:৪৭ পূর্বাহ্ণ
25.2 C
Dhaka

ঢাকায় আইএসপিএবির আয়োজনে চলছে দক্ষিণ এশিয়া অঞ্চলের ইন্টারনেট প্রকৌশলীদের সম্মেলন ও কর্মশালা

টেকভিশন২৪ ডেস্ক:  বুধবার (১০ মে ২০২৩) সকাল থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তিনটি গ্রুপে শুরু হয় এই কর্মশালা। এতে অংশ নিয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা ও ভারতের মোট ১২১ জন প্রশিক্ষণার্থী। এছাড়াও রয়েছেন বাংলাদেশের ৪জন সহ মোট ১১জন ফেলোশিপ প্রাপ্ত নেটওয়ার্ক প্রকৌশলী।

- Advertisement -

প্রশিক্ষণ ভেন্যুর বোর্ডরুমে বর্ডার বিজিপি ইন্টারনেট প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকল (আইপি) এর সর্বশেষতম সংস্করণ আইপিভি৬ প্রয়োগের কারিগরি প্রকৌশল হাতে কলমে শিখছেন নিবন্ধিত ৫৫ শিক্ষার্থী। তাদেরকে স্বশাসিত সিস্টেমে নেটওয়ার্ক সঞ্জালন নিয়ন্ত্রণ প্রটোকল (TCP) রাউটিং ও ডোমেইন রাউটিং সমর্থন ব্যবস্থার প্রায়োগিক সমস্যার সমাধান শিখিয়েছেন এপনিক এর দক্ষিণ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ট্রেইনিং ডেলিভারিং ম্যানেজার টেরি স্যুইটজার, কনটেন্ট ডেভেলপার মোঃ আব্দুল্লাহ আল নাসের এবং হোম নেটওয়ার্ক প্রকৌশলী জোবায়ের খান।

এছাড়াও মধুমতি হলে অনুষ্ঠিত নেটওয়ার্ক সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন এপনিক এর টেকনিক্যাল ট্রেইনার ও সিনিয়র নেটওয়ার্ক অ্যানালিস্ট ওয়ারেন ফিঞ্চ, এ এস এম শামীম রেজা এবং সিস্টেম সার্ভিস প্রকৌশলী সুমন সাহা। কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন ৪০ জন।

একই সময়ে তুরাগ হলে নেটওয়ার্ক অটোমেশন নিয়ে চলমান কারিগরি কর্মশালায় প্রশিক্ষণ নিচ্ছেন ৩১ জন। প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যারিকেন ইলেকট্রিক এর নেটওয়ার্ক গবেষক অনুরাগ ভাটিয়া, হোম নেটওয়ার্কর্সের সহ-প্রতিষ্ঠাতা রূপেশ বাসনেট এবং সিগ কো-চেয়ার শায়লা শারমিন।

কর্মশালা বিষয়ে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক জানান, প্রতিবছর বিশ্ববিদ্যালয় গুলো থেকে কর্মক্ষেত্রে এসে অনেকেই প্রায়োগিক নানা সমস্যায় পড়েন। এছাড়াও সময়ের প্রয়োজনে হালনাগাদ প্রকৌশল জ্ঞান নিয়ে তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে আমরা স্যানগ সম্মেলন আয়োজন করছি। আশা করছি, এই উদ্যোগ তরুণ প্রকৌশলীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বৈশ্বিক ক্ষেত্রে অবদান রাখার উপযোগী করবে। এছাড়াও এই খাতে নারীর অংশ গ্রহণ বাড়াতেও আমরা তৎপর।

এবার প্রশিক্ষণার্থীদের ১০ শতাংশের ওপর নারী প্রকৌশলী রয়েছে। গত বারের চেয়ে প্রায় দ্বিগুণ বেড়েছে। একইভাবে বেসরকারি খাতে নিয়োজিতদের পাশাপাশি মোট অংশগ্রহণকারীদের মধ্যে ১৪ শতাংশই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন। সরকারি-বেসরকারি যৌথ দক্ষতা উন্নয়নের মাধ্যমে আশা করি, স্মার্ট বাংলাদেশের নেটওয়ার্ক ব্যবস্থাও এই প্রকৌশলীদের মাধ্যমেই আরো টেকসই, অংশগ্রহণমূলক এবং সুরক্ষিত হবে।

আগামী ১৩ মে পর্যন্ত চলবে প্রশিক্ষণ কর্মশালা। সন্ধ্যায় সনদ বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এবারের স্যানগ৩৯ ও বিডিনগ১৬ সম্মেলন।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ই-বর্জ্যের সঠিক ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপের আহ্বান: জহিরুল ইসলাম

টেকভিশন২৪ ডেস্ক: "রিসাইকেল ইউর ই-ওয়েস্ট, ইট'স ক্রিটিক্যাল" এই গুরুত্বপূর্ণ...

স্যামসাং ফোনে বন্ধ হচ্ছে ওয়ানড্রাইভ ব্যাকআপ সুবিধা

স্যামসাং জানিয়েছে, তাদের ডিভাইসগুলোতে মাইক্রোসফটের ওয়ানড্রাইভের পরিবর্তে নিজস্ব ক্লাউড...

সর্বশেষ

গ্লোবাল ব্র্যান্ডের কার্যালয়ে স্টারলিংক টিমের পরিদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: দেশে সংযোগ প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচনে গ্লোবাল...

দেশে প্রথমবারের মতো ইডটকোর এফআরপি টাওয়ার স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল অবকাঠামো প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশ প্রথমবারের মতো...

ভিভো ভি৬০ লাইট: চার ঋতুর ক্যানভাস

টেকভিশন২৪ ডেস্ক: কেমন হয়, যদি মনের মতো একটি ছবিকেই...

প্রতিদিনের কেনাকাটায় ডিজিটাল পেমেন্টে সচেতনতা ও প্রণোদনা প্রয়োজন

বন্দরনগরীতে বিকাশ আয়োজিত এক মতবিনিময়ে খাতসংশ্লিষ্টদের পরামর্শ দৈনন্দিনকেনাকাটায় ডিজিটাল পেমেন্টবাড়াতে...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img