টেলিটকের সাবেক ব্যবস্থাপকের কারাদণ্ড, জরিমানা সাড়ে ১১ কোটি টাকা

ব্যবস্থাপক শাহ মো. জোবায়ের

টেকভিশন২৪ ডেস্ক: মানিলন্ডারিং মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জোবায়েরের ১২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদলতের বিচারক মো. বদরুল আলম ভূঞা এ আদেশ দেন। একই সঙ্গে আসামিকে ১১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেন আদালত, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় মো. জোবায়ের পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মামলায় বলা হয়, মো. জোবায়ের টেলিটকে কর্মরত থাকাবস্থায় ২০০৫ সালের অক্টোবর থেকে ২০১৫ সালের জুন মাস পর্যন্ত বেতন ভাতা বাবদ ৫৯ লাখ ৫৬ হাজার ৪৪৬ দশমিক ৪৩ টাকা উপার্জন করেন।

এর বাইরে রাজধানীর এইচএসবি উত্তরা শাখায় সঞ্চয়ী হিসাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত ৯ লাখ ২৫ হাজার টাকা জমা করে এফডিআর করেন। এছাড়া প্রাইম ব্যাংক  গুলশান শাখায় সঞ্চয়ী হিসাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩৬ লাখ ৮৫ হাজার ৬৯৮ দশমিক ৫৯ টাকা জমা করেন। যার মধ্যে ৩১ লাখ ২০ হাজার টাকার এফডিআর ও ৪ লাখ ২৭ হাজার ২৬৫ দশমিক ৩৭ হাজার টাকা অন্যস্ত্র স্থানান্তর করেন।

এছাড়া আসামি ব্র্যাক ব্যাংক, নর্থ গুলশান শাখায় সঞ্চয়ী হিসাবে দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪ কোটি ৭৮ লাখ টাকা জমা ও উত্তোলন করেন। বেসিক ব্যাংক গুলশান শাখার হিসাবে আসামি দুর্নীতির মাধ্যমে অর্জিত ২ লাখ ৪০ হাজার টাকা জমা ও উত্তোলন করেন। এছাড়া ইসলামী ব্যাংক মিরপুর-১ শাখায় আসামি দুর্নীতির মাধ্যমে অর্জিত ৫ লাখ টাকা জমা ও উত্তোলন করেন। এভাবে আসামি জোবায়ের বেতন-ভাতা বাদে দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৭৪ লাখ অর্জন করেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন