শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
31 C
Dhaka

কিস্তিতে ল্যাপটপ কিনে পুরোটাই ফ্রি পেলেন ট্রাকচালক

টেকভিশন২৪ ডেস্ক: সারা দেশের প্রযুক্তিপ্রেমিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটন ল্যাপটপের ১০০ শতাংশ ক্যাশব্যাক ক্যাম্পেইন। এর আওতায় ল্যাপটপসহ কম্পিউটারের বিভিন্ন আইটেমে ক্রেতাদের নানান সুবিধা দিচ্ছে বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। ইতোমধ্যেই ওয়ালটনের ডিজিটাল ডিভাইস কিনে ১০০ শতাংশসহ নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন অসংখ্য ক্রেতা। এবার কিস্তি সুবিধায় ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০ শতাংশ ক্যাশব্যাক পেলেন খাগড়াছড়ির মহেন হোসেন। পেশায় ট্র্যাকচালক মহেনকে নতুন কেনা ওয়ালটন ল্যাপটপটির জন্য একটি টাকাও দিতে হয়নি। অর্থাৎ পুরো ল্যাপটপটিই তিনি বিনামূল্যে পেয়েছেন।

- Advertisement -

এর আগে ওয়ালটন ল্যাপটপ কিনে ১০০% ক্যাশব্যাক পেয়েছেন চাঁদপুরের ফ্রিল্যান্সার নাজমুল হাসান। আর ৫০ শতাংশসহ বিভিন্ন অংকের নিশ্চিত ক্যাশব্যাক পেয়েছেন দেশের অসংখ্য ক্রেতা।

উল্লেখ্য, নতুন বছর উপলক্ষ্যে ওয়ালটনের সব মডেলের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি এবং অন্যান্য আইটি পণ্য ও এক্সেসরিজে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক দেয়া হচ্ছে। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের সব ওয়ালটন প্লাজা এবং ডিলার পয়েন্টে এসব সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। নগদ মূল্য ও কিস্তি সুবিধায় ওয়ালটন কম্পিউটার পণ্য কেনার ক্ষেত্রেও ক্যাশব্যাক মিলছে।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি খাগড়াছড়ি ওয়ালটন প্লাজা থেকে প্রিলুড এন৪১ মডেলের ল্যাপটপটি কেনেন জিরো মাইল এলাকার মহেন হোসেন। ২৬,৫৫০ টাকা মূল্যের ল্যাপটপটি তিনি মাত্র ৪,০০০ টাকা ডাউনপেমেন্ট দিয়ে নেন। ডিজিটাল পদ্ধতিতে বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরপরই তার মোবাইলে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার মেসেজ যায়। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা মহেন হোসেনকে জানান, ল্যাপটপটির জন্য তাকে আর কোনো টাকা দিতে হবে না। এমনকি ডাউনপেমেন্ট হিসেবে জমা দেয়া ৪,০০০ টাকাও তাকে ফেরত দেয়া হচ্ছে। অর্থাৎ পুরো ল্যাপটপটি বিনামূল্যে পাচ্ছেন মহেন। বিষয়টি জানার পর আনন্দে আপ্লুত হয়ে পড়েন তিনি।

মহেন হোসেন জানান, তার ছোটোবোন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তার জন্যই ল্যাপটপটি কিনেছেন মহেন। তিনি বলেন, ওয়ালটনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ ঘরের সব পণ্যই ওয়ালটনের। এগুলো ভালো সার্ভিস দিচ্ছে। ওয়ালটন দেশীয় প্রতিষ্ঠান। আবার পণ্য কেনায় কিস্তি সুবিধা আছে। তাই ল্যাপটপ প্রয়োজন হলে ওয়ালটন শোরুমে চলে যাই। বিশ্বাসই করতে পারছিলাম না যে কিস্তিতে ল্যাপটপ কিনে আমি ১০০% ক্যাশব্যাক পেয়েছি। ক্রেতাদের জন্য এমন সুবিধা রাখায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।

ওয়ালটনের কম্পিউটার বিক্রয় বিভাগ জানায়, ১০০ শতাংশ ক্যাশব্যাক সুবিধার পাশাপাশি ডিজিটাল ডিভাইস কেনায় ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই দিচ্ছে দেশের ৩৭৫টি ওয়ালটন প্লাজা। পাশাপাশি অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে ব্যাপক মূল্যছাড়।

এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সদস্যদের জন‌্য পেমেন্ট গেটওয়ে চালু করলো বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসী সদস্যদের জন্য পদ নবায়ন ও নতুন...

ইন্টারনেটের মূল‌্য বৃদ্ধির নতুন গাইডলাইন সংশোধন চায় আইএসপিএবি

টেকভিশন২৪ প্রতিবেদক: নতুন আইএসপি গাইডলাইন বাস্তবায়িত হলে গ্রাহক পর্যায়ে...

সর্বশেষ

পানিতে ৬০ দিন টিকে থাকা সক্ষম রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি সি৮৫ প্রো উন্মোচনের...

এনইআইআর বাস্তবায়নের মাধ্যমে হ্যান্ডসেট শিল্পে শুরু হচ্ছে নতুন অধ্যায়: এমআইওবি

আমদানির পাশাপাশি বাংলাদেশে ২০১৭ সালে মোবাইল ফোন উৎপাদন শিল্পের...

মানসম্পন্ন সংযোগ ও তরঙ্গের সুষম বণ্টন জরুরি: ফয়েজ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি, বাংলালিংকের প্রধান কার্যালয় ও প্রতিষ্ঠানটির অত্যাধুনিক...

‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ

টেকভিশন২৪ ডেস্ক: ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’ এর খসড়া প্রকাশ...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img