করোনা টিকার অ্যাপ ‘সুরক্ষা’ ২৭ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: করোনা টিকা নিতে ২৭ জানুয়ারি বুধবার থেকে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

করোনা টিকা প্রদান কার্যক্রম ব্যবস্থাপনায় তৈরি ‘সুরক্ষা’ সফটওয়্যার সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ। ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের পর সুরক্ষা সফটওয়ারের ওয়েবপোর্টাল ও মোবাইল অ্যাপ উন্মুক্ত হবে। বিকেল সাড়ে তিনটায় এই করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সরকারের কোনো অর্থ ব্যয় ছাড়া তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামারদের একটি দল নিজস্ব উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই কোভিড-১৯ ভ্যাক্সিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ তৈরি করেছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, এই সিস্টেমটির উন্নয়ন এবং পরিচালনায় প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ, তথ্যপ্রযুক্তি অধিদপ্তর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), এটুআই এবং স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করে যাচ্ছে ।

নাগরিক নিবন্ধন ও ভ্যাক্সিন প্রদানসহ ভ্যাক্সিনেশন কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ‘সুরক্ষা’ সফটওয়ারটি স্বাস্থ্য অধিদপ্তর ব্যবহার করতে পারবে। টেকশহর অবলম্বনে এএইস০৫/০১/২১

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন