ইভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ শেষে স্বাভাবিকের মত দিয়েছে বিএফআইইউ  

টেকভিশন ডেস্ক: ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেলের পরিচালিত সব ব্যাংক হিসাব ৩০ দিনের স্থগিতাদেশ শেষে আজ সোমবার থেকে লেনদেনের ক্ষেত্রে সময়সীমা আর বাড়ায়নি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

যার ফলে ইভ্যালির ব্যাংক হিসাব থেকে আগের মতো স্বাভাবিক লেনদেনে বাধা রইলো না।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী জানান, আমরা নতুন করে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবের স্থগিতাদেশ বৃদ্ধি করিনি। প্রতিষ্ঠানটিকে নিয়ে কিছু অভিযোগ ছিল, সে কারণে আমরা খতিয়ে দেখার উদ্দেশে ৩০ দিন স্থগিত করেছিলাম।

স্থগিতাদেশ প্রত্যহারের বিষয়ে মো. রাসেল তার ফেসবুক পোস্টে বলেন, আমরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর সিদ্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানাই।

 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন