অ্যান্টিভাইরাস গুরু ম্যাকাফির রহস্যময় মৃত্যু

টেকভিশন২৪ ডেস্ক: কিছু দিন পর পর একেকটা কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছিলেন বিশ্বখ্যাত অ্যান্টিভাইরাস সফটওয়্যার ম্যাকাফির নির্মাতা জন ম্যাকাফি। অবশেষে মৃত্যুর খবরে আবারো সামনে এলো তার নাম।

স্পেনের বার্সেলোনার কাছে একটি জেলের একটি সেল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে‌। স্পেনের আদালত যুক্তরাষ্ট্রের কাছে তাকে হস্তান্তর বা প্রত্যর্পণের অনুমোদন দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার অস্বাভাবিক মৃত্যুর খবর এলো।

স্পেনের কাতালান রাজ্য কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা রক্ষীরা তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সম্ভব হয়নি। সবশেষে মেডিক্যাল টিম তার মৃত্যুর খবর নিশ্চিত করে।

মার্কিন নাগরিক জন ম্যাকাফির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাঁকিসহ একাধিক মামলা রয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে কয়েক বছরের জেল হতো। এর আগে হত্যাকাণ্ডসহ বেশ কিছু ঘটনার জেরে তিনি পলাতক ছিলেন, বিভিন্ন দেশে জেলও খেটেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ক্রিপ্টোকারেন্সির প্রচার-প্রসারেও তিনি সরব ভূমিকা পালন করেন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন