ডেল -এর ৪টি সম্মাননা পেল স্মার্ট টেকনোলজিস

স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক : ব্যবসায়ে অনবদ্য পারফর্মেন্স এর উপর ভিত্তি করে প্রতিবছরই বিভিন্ন দেশ এবং অঞ্চলের বেশ কিছু পার্টনার প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়ে থাকে ডেল টেকনোলজিস। এরই ধারাবাহিকতায়, ৩১ মার্চ ২০২২ তারিখে অনলাইন কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ডেল এর ৪টি সম্মাননা পেয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং স্মার্ট ইলেকট্রনিক্স লিমিটেড।

ডেল ফিসক্যাল ইয়ার ২০২২ এ স্মার্ট এর প্রাপ্ত সম্মাননাগুলো হচ্ছে ডিসট্রিবিউটর অব দ্যা ইয়ার-ক্লায়েন্ট সল্যুশনস কমার্শিয়াল (বাংলাদেশ), টি-ওয়ান পার্টনার অব দ্যা ইয়ার-ইনফ্রাস্ট্রাকচার সল্যুশনস গ্রুপ (বাংলাদেশ), টি-ওয়ান পার্টনার অব দ্যা ইয়ার-ক্লায়েন্ট সল্যুশনস গ্রুপ (বাংলাদেশ) এবং এইএম সল্যুশন প্রোভাইডার অব দ্যা ইয়ার ইনফ্রাস্ট্রাকচার সল্যুশনস গ্রুপ (রিজিওনাল)।

উক্ত অনলাইন এওয়ার্ড গিভিং সিরিমনিতে ডেল এর এশিয়া ইমার্জিং মার্কেটের উর্ধতন কর্মকর্তাগণ ছাড়াও অংশ নিয়েছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, সিংগাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড  সহ বিভিন্ন দেশের পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন