টেকভিশন২৪ ডেস্ক: স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবসে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সেক্রেটারী জেনারেল নাজমুল করিম ভূঞার নেতৃত্বে পৃথক ভাবে রাজধানীর ধানমন্ডি ৩২ নাম্বারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
১৫ আগস্ট মঙ্গলবার সকালে পুষ্পার্ঘ্য অর্পণের সময় বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া এবং আইএসপিএবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিসিএস ইনোভেশন সেন্টারে বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর জন্য দোয়া করা হয়।