দোতলা ডিজাইনের ল্যাপটপ আনছে লেনোভো!

লেনোভো

টেকভিশন২৪ ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে ল্যাপটপের ডিজাইনে খুব বেশি পরিবর্তন আনতে পারেনি প্রযুক্তি কোম্পানিগুলো। এবার সেই ধারণাকে বদলে দিয়েছে বিশ্বের শীর্ষ ল্যাপটপ প্রস্তুতিকারক কোম্পানি লেনোভো। চলমান আন্তর্জাতিক কনজ্যুমার ইলেকট্রনিক্স শো’তে (সিইএস) যুগান্তকারী ডিজাইনের ল্যাপটপ এনেছে কোম্পানিটি। যার মডেল লেনোভো ইয়োগা বুক ৯আই।

ল্যাপটপটি দেখতে অনেকেটাই দোতলা ডিজাইনের তৈরি। এতে রয়েছে ডুয়াল মনিটর। সঙ্গে রয়েছে রিমুভেবল কিবোর্ড। একাধিক উপায়ে এই ল্যাপটপ ব্যবহার করা যাবে। একদিকে যেমন ডুয়াল মনিটর সেটআপ থাকছে, অন্যদিকে ভাঁজ করে ট্যাবলেট হিসাবে ব্যবহার শুরু করা যাবে।

এই ডুয়াল স্ক্রিন ল্যাপটপে রয়েছে দুইটি ওএলইডি ডিসপ্লে। ১৩.৩ ইঞ্চি এই ডিসপ্লেতে রয়েছে ২.৮ রেজুলেশন, এইচডিআর সাপোর্ট এবং মাল্টিটাচ জেসচার। ডিসপ্লে দুটির মাঝের ভাঁজে রয়েছে স্পিকার। পারফরমেন্সর দিক দিয়ে রয়েছে ১৩ জেনারেশনের ইন্টেল আই৭ প্রসেসর।
লেনোভাের এই ল্যাপটপে আছে ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। এছাড়াও রয়েছে ৮০ ওয়াটএইচ ব্যাটারি। ডুয়াল ডিসপ্লে মোডের এই ল্যাপটপে ১০ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। সিঙ্গেল স্ক্রিন মোডে চলবে ১৪ ঘণ্টা। এই ল্যাপটপের ওজন মাত্র ১.৩৮ কেজি।

চলতি বছরের জুন মাসে এই ল্যাপটপ বিক্রি শুরু হবে। ল্যাপটপের বাজার মূল্য হবে ২১০০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১৮ হাজার টাকা। 

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন